কলকাতা ব্যুরো: নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় ভারত বন্ধের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ এই কর্মসূচিতে ১২ দফা দাবিতে আগামীকাল সোম এবং মঙ্গলবার (২৮ এবং ২৯ মার্চ) ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। তবে বন্ধ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। নবান্নের তরফে জারি হয়েছে নির্দেশিকা।
আগামী সোম এবং মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস এবং আদালত খোলা থাকবে। এই দু’দিন কোনও সরকারি কর্মী ছুটি নিতে পারবেন না। ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না। এই দু’দিন কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা যাবে।
তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর করা যেতে পারে, সেগুলি হলো:
- যদি কোনও সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি হতে হয়।
- কোনও সরকারি কর্মীর পরিবারের কারও কোনও বড় দুর্ঘটনা ঘটে।
- ২৫ মার্চের আগে থেকে মঙ্গলবার পর্যন্ত কোনও সরকারি কর্মী অসুস্থ থাকেন।
- যাঁরা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
- ২৫ মার্চের আগে যাঁদের ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে।
এদিকে, বামেদের ধর্মঘটের দিনই রামপুরহাটের বগটুই কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিজেপি মহামিছিলের ডাক দিয়েছে। সোমবার ওয়েলিংটন থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করবে গেরুয়া শিবির। সমস্ত বিজেপি বিধায়ককে এই মিছিলে থাকতে বলা হয়েছে।
এছাড়াও সাতটি বিধানসভার লোকজন এবং বিজেপির রাজ্য স্তরের নেতারাও পা মেলাবেন মিছিলে। বড় জমায়েতের কথা ভেবে কলকাতার রাস্তা সচল রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।