এক নজরে

#WeatherUpdates: রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

By admin

March 30, 2022

কলকাতা ব্যুরো: লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের চার জেলায়। গরম বাড়বে কলকাতাতেও। তবে এখনই কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা নেই। সবে চৈত্র মাসের মাঝামাঝি। তাতেই গরমে রীতিমতো গা জ্বালা করছে সাধারণ মানুষের। একাধিক জেলার তাপমাত্রা তো ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

তবে এই পরিস্থিতি এখনই বদলাচ্ছে না, বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বরং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে এখনই কালবৈশাখী বা বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই।

গত কয়েকদিন ধরেই রোদের তেজ ঊর্ধ্বমুখী। বাড়ছে তাপমাত্রাও। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পারদ ৪০ ছুঁইছুঁই। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের ৩৭.৫, কলাইকুন্ডা ৩৮.৮, বাঁকুড়া ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। বাতাসে জলীয় বাষ্প অত্যধিক পরিমাণে বেশি থাকায় গরমে অস্বস্তি বাড়ছে।

আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, এই গরম কিছুদিন চলবে। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।