এক নজরে

#SSCScam : এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের মুখোমুখি শিক্ষাসচিব মণীশ জৈন

By admin

July 14, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার তদন্ত জোরকদমে শুরু করেছে সিবিআই। আর সেই মতো বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে নিজাম প্যালেসে যান রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতার সিবিআই দপ্তরে পৌঁছন তিনি। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন শিক্ষাসচিব।

ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের সই রয়েছে। ওই সমস্ত নথিপত্র নিয়ে এদিন আলোচনা হয়েছে।

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) একের পর এক যুগান্তকারী রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দুই কিস্তিতে ১৮ মাসের প্রাপ্ত বেতনের টাকাও ফেরত দিতে হয়েছে তাঁকে। মন্ত্রীকন্যার জায়গায় চাকরি পেয়েছেন কোচবিহারের ববিতা। ১৮ মাসের বেতনও দেওয়া হয়েছে তাঁকে।

ববিতা স্কুলে যোগ দেওয়ার পর তিনি বলেন, অবশেষে দীর্ঘ ৪ বছরের লড়াইয়ে জয় পেলাম। ছোট থেকে নিজেকে শিক্ষিকা হিসাবে দেখার ইচ্ছা ছিল। সেই দিনটা জীবনে এসেছে। খুব খুশি হয়েছি।