এক নজরে

সংক্রমণ নিয়ন্ত্রণে ভিড় এড়াতে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে রাজ্যকে চিঠি চিকিৎসক সংগঠনের

By admin

October 31, 2020

কলকাতা ব্যুরো: দূর্গা পূজার পর হু হু করে রাজ্যে বাড়তে থাকা করোনা নিয়ন্ত্রণে আরো বেশি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে চিঠি দিল ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম। সংগঠনের বক্তব্য, যেভাবে একদিকে সংক্রমণ বাড়ছে, তার সঙ্গে শীত এসেছে, এই অবস্থায় এখনই আরো বেশি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।দুর্গাপুজো চলে গেলেও আরো কিছু উৎসব এখনো বাকি রয়েছে। সেই উৎসবগুলোতে যাতে কোনোভাবেই ভিড় না হয়, একই সঙ্গে যাতে কোনরকম বাজি জ্বালানো না হয় সে ব্যাপারে আরো বেশি কঠোর পদক্ষেপ করতে হবে সরকারকে।সংগঠনের বক্তব্য, ইতিমধ্যেই রাজ্যে ৬৪ জন চিকিৎসক মানুষের শুশ্রূষা করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কলকাতাসহ মূলত পাঁচটি জেলার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। এই অবস্থায় মাস্ক ব্যবহার থেকে শুরু করে, সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা খুবই জরুরি। দুর্গাপূজার সময় বহু নাগরিক হাইকোর্টের নির্দেশ না মানা রাজ্যে সংক্রমণ ছড়ানোর একটা কারণ হয়ে থাকতে পারে। তাই আগামী দিনে এই বিষয়ে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন করেছে ওই চিকিৎসকদের সংগঠন।