কলকাতা ব্যুরো: রাজ্যে আবারও কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে ভয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কলকাতা ও উত্তর ২৪ পরগণার সংক্রমণ কপালে চিন্তার ভাঁজ ফেলছে সকলের। শুক্রবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। তবে ভ্যাকসিন নিয়ে জটিলতা যেন পিছু ছাড়ছে না। কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে জেরবার সাধারণ মানুষ। একে তো ভ্যাকসিন নিতে গিয়ে এখনও চরম অব্যবস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে দায় সারছে রাজ্য।

অন্যদিকে ভ্যাকসিন নেওয়ার আশায় ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে জনসাধারণকে। আর এর মধ্যেই এলো দুঃসংবাদ। পর্যাপ্ত ভ্যাকসিন জোগান না থাকার জন্য শহরের ১৫২ টি সেন্টারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো কোভিডশিল্ডের টিকাকরণ। তবে ৪০ টি সেন্টারে চালু থাকছে কোভ্যাক্সিন। অতএব যারা আগে প্রথম ডোজে কোভিডশিল্ড নিয়েছিলেন ৮৪ দিন হয়ে গেলেও তাঁরা দুশ্চিন্তার সম্মুখীন হচ্ছেন। তবে শনিবার সকালেই রাজ্যে ৩ লক্ষ ৫৭ হাজার ২৪০ ডোজ কোভিশিল্ড এবং ১ লক্ষ ডোজ কোভ্যাক্সিন আসবে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল। তবে ইতিমধ্যে আদৌ তা এসে পৌঁছেছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে এই মুহূর্তে রাজ্যে পজিটিভ রেটও তুলনামূলকভাবে অনেকটাই কম। এই মুহূর্তে পজিটিভ রেট ১.৫০ শতাংশ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭১। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম সারিতে রয়েছে এই দুই জেলা। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। অন্যদিকে, করোনাকে জয় করেছেন ৭৮৭ জন।

Share.
Leave A Reply

Exit mobile version