কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই ফের ইভিএম নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা সাফ বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি। হেরেছে যন্ত্রের কেরামতিতে। তৃণমূল নেত্রীর অভিযোগ, আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট চুরি হয়েছে।
শুক্রবার বাজেট বিশ্লেষণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, উত্তরপ্রদেশে ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। ভোট লুট হয়েছে। ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অখিলেশ যদি হেরেও থাকে সেটা মানুষের ভোটে নয়, মেশিনের কারচুপিতে। যন্ত্রের কারসাজিতে জিতেছে বিজেপি। ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত।
বাংলার মুখ্যমন্ত্রী আরও বলছেন, বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও তাই। তবে মমতার সাফ জবাব উত্তরপ্রদেশের এই ফলাফলের কোনও প্রভাব ২০২৪ লোকসভা নির্বাচনে পড়বে না। তৃণমূলনেত্রীর বক্তব্য, এই ফলাফলের প্রভাব ২৪-এর লোকসভায় পড়াটা বাস্তবোচিত নয়। ২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেস একসময় আমাদের নেতা ছিল, নিজেদের সংগঠনের জেরে গোটা দেশে ওদের প্রভাব ছিল। কিন্তু এখন কংগ্রেসের ইচ্ছাটাই নেই। ওদের উপর ভরসা করা উচিত হয়নি। অনেক আঞ্চলিক শক্তি আছে। সবাইকে একসঙ্গে লড়তে হবে।
এছাড়া চার রাজ্যের বিধানসভা নির্বাচনের জয়কে হাতিয়ার করে এরাজ্যে হঠাৎ করেই লাফালাফি শুরু করেছে বিজেপি। গেরুয়া শিবিরের উচ্ছ্বাসের আঁচ পৌঁছে যাচ্ছে বিধানসভাতেও। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রীর কটাক্ষ, কটা রাজ্যে জিতে লাফাচ্ছে। ২০২৪ লোকসভা লোকসভা করে ডুগডুগি বাজাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই।