কলকাতা ব্যুরো: রাতের শহরে তল্লাশি চালিয়ে কমপক্ষে ২৩৩ কেজি গাঁজা উদ্ধার করলো সিআইডি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা।

রাজ্য গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় টোল প্লাজায় একটি পণ্যবাহী গাড়ি আটক করে। আর সেই গাড়ি থেকেই এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। ঘটনায় ২ জনকে জনকে হাতেনাতে ধরে ফেলে সিআইডি আধিকারিকরা। অভিযুক্তদের নাম যথাক্রমে সুরাজ দত্ত ও রাহুল শেখ। দুজনেই নদীয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযুক্তদের আটক করার পর সাঁকরাইল থানার পুলিশ তাদের গ্রেফতার করে। এনডিপিএস অ্যাক্টের আওতায় ২০ বি, ২৫ ও ২৯ নম্বর ধারা অনুযায়ী উক্ত তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে ওডিশার বালিবিড়ি থেকে ওই মাদক নদীয়া জেলার করিমপুর, রাজপুর ও হোগলবেরিয়া এলাকায় পাচার করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু ধুলাগড় টোল প্লাজায় সিআইডি আধিকারিকদের পাতা ফাঁদে আটকে পড়ে তারা। ধৃতদের বৃহস্পতিবারই হাওড়া জেলা আদালতে তোলা হয়।