এক নজরে

#odissaaccident: ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত হাওড়ার ৬ বাসিন্দা

By admin

May 25, 2022

কলকাতা ব্যুরো: ওড়িশায় দুর্ঘটনায় বাংলার ৬ জনের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছে, ওড়িশার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রাজ্যের তরফে। যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত সেরে মৃতদেহ ও আহতদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যসচিবের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা দল, একটি উচ্চ পর্যায়ের দল ও উদয়নারায়ণপুরের বিধায়ক ওড়িশা যাচ্ছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে এই দুর্ঘটনায় ৪ মহিলা-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। মৃতদের সবাই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদের নাম সুপ্রিয়া দেঁড়ে (৩৩), সঞ্জিত পাত্র (৩৪), রীমা দেঁড়ে (২২), মৌসুমী দেঁড়ে (৪০), বর্ণালী মান্না (৩৪) ও এক রাঁধুনি। তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে ২৩ মে পর্যটকদের নিয়ে একটি বাস ছাড়ে। গন্তব্য ছিল ভাইজ্যাক। জানা গিয়েছে, ওই বাসে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার গভীর রাতে দারিংবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে কোনওরকমে চালক বাসটিকে সমতলে নামিয়ে আনেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় অর্থাৎ সমতলে পৌঁছতে উলটে যায় পর্যটক বোঝাই বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়।

সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। তাঁরা ভর্তি গঞ্জামের হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে উদয়নারায়ণপুরের বিধায়ক-সহ বিপর্যয় মোকাবিলা দল, একটি উচ্চ পর্যায়ের দল। 

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ওডিশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজ্যের ৬ জনের মৃত্যু হয়েছে। ওডিশার গঞ্জম থেকে ভাইজ্যাকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এই দুর্ঘটনার কথা জানতে পেরে খুবই খারাপ লাগছে। রাজ্য সরকার ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আহতদের যাতে তাড়াতাড়ি রাজ্যে ফিরিয়ে নিয়ে আলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা দফতর ও উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সেখানে পৌঁছে গিয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।