কলকাতা ব্যুরো: কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশের পরই অসমে উড়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন অসমের কামাক্ষ্যা মন্দিরে পুজো। তবে শুধু কামাক্ষ্যা মন্দিরেই নয়, মমতা পুজো দিয়েছেন বগলামুখী মন্দিরেও।
মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশিত হয়। সেই নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। ‘ছোট লালবাড়ি’ দখলের ভোটে ১৩৪ আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফলাফলের ছবি স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের উদ্দেশে উড়ে যান। গুয়াহাটি বিমানবন্দরে নেমে পৌঁছে সোজা চলে যান কামাক্ষ্যা মন্দিরে। গোটা মন্দির ঘুরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী। গর্ভগৃহে গিয়ে পুজো দেন। প্রদীপও জ্বালান তিনি। মন্দিরে প্রবেশের পরই মুখ্যমন্ত্রীর গলায় অসমের ঐতিহ্যবাহী অসমিয়া গামছা পরিয়ে দেন মন্দিরের প্রধান পূজারী। হাত জোড় করে সৌজন্য দেখান মমতা-ও।
মন্দিরের ভিতরে একটি পবিত্র জলাশয় রয়েছে। এদিন সেই জলাশয়ে দাঁড়িয়ে সূর্য প্রণামও করেন তিনি। শুধুমাত্র কামাক্ষ্যা মন্দির নয়, পুজো দেন বগলামুখী মন্দিরেও। তবে এই ঝটিকা সফরে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য তিনি করেননি। বিকেলেই ফিরে আসেন কলকাতায়।