এক নজরে

Mamata Banerjee Nepal Visit: রোমের পর এবার নেপাল

By admin

December 10, 2021

কলকাতা ব্যুরো: নেপাল কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাঠমাণ্ডুতে শনিবার দলের সম্মেলনে হাজির থাকার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু, শেষ মুহূর্তে অনুমোদন দিল না কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে ছাড়পত্র না মেলায় নেপালে যেতে পারছেন না মমতা।

কয়েক মাস আগে রোমে বিশ্বশান্তি সম্মেলনে যেতেও তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। ছাড়পত্র না মেলায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। কিন্তু, বিদেশ মন্ত্রকের তরফে তাঁকে সেই সম্মেলনে যোগদান করার অনুমোদন দেওয়া হয়নি।

কেন্দ্রের তরফে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানোর পেছনে কোনও যুক্তি নেই। সূত্রের খবর, এর উত্তরও দিয়েছিল নবান্ন। যদিও রাজ্যে সাফাইয়ে সন্তুষ্ট হয়নি কেন্দ্র। ফলে শেষ পর্যন্ত তাঁর নেপালযাত্রায় ছাড়পত্র মেলেনি।

এর আগে ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন, ইটালি এবং রোম সফরেও নিষেধাজ্ঞা চাপিয়েছিল কেন্দ্র সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রোম সফরের অনুমতি না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।