কলকাতা ব্যুরো: ২০২১ -এর ভোটের আগে বিজেপিতে গুরুত্ব বাড়লো বাংলার। দলের সভাপতি জেপি নাড্ডা যে টিম তৈরি করেছেন সেখানে স্থান পেয়েছেন বাংলার তিন নেতা। মুকুল রায় হয়েছেন দলের সহ সভাপতি। অনুপম হাজরা হয়েছেন সম্পাদক এবং রাজু বিস্তা হয়েছেন কেন্দ্রীয় মুখপাত্র।

আগামী বছরের বিধানসভার ভোটে যে রাজ্যগুলিকে গুরুত্ব দিচ্ছে বিজেপি তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। স্বভাবতই সে কথা মাথায় রেখেই বাংলার নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই প্রসঙ্গে মুকুল বলেন, ২০১৯-এর লোকসভা ভোটেও এরাজ্যে যথেষ্ট ভালো ফল করেছিলো বিজেপি। ২০২১ এও ভালো ফল হবে।

Share.
Leave A Reply

Exit mobile version