এক নজরে

রাজ্য নিয়ে দিল্লিতে বৈঠকে গেল বিজেপি

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো: অমিত শাহ ঘুরে যাওয়ার দুদিনের মাথায় রাজ্য বিজেপি নেতৃত্বকে তলব করলো শীর্ষ নেতৃত্ব। সোমবার সকালে দিল্লি গেলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। দিলীপ ঘোষ, মুকুল রায়রা জেপি নাড্ডা র ডাকে এদিন দিল্লিতে বৈঠকে যোগ দিচ্ছেন।দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে রাজ্য সভাপতি বলেন, অমিত শাহ আসায় উৎসাহ তৈরি হয়েছে। এরপরে আগামী বিধানসভা ভোটের জন্য এখন রূপরেখা তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, রাজ্যে ভোটের জন্য তার ওপরে দায়িত্ব দিয়েছে দল। অন্যান্য নেতারা তাদের সাহায্য করবেন। তবে সভাপতি হিসেবে তাকেই দায়িত্ব দিয়েছে দল।অমিত শাহ ঘুরে যাওয়ার পরে বিজেপির টার্গেট ২০০ আসন। সেই আসন দখলের জন্য মরিয়া দল আর তার রাজ্য নেতা হিসেবে এবার আবার সেই আশ্বাসে ভরসা রাখছেন বিজেপি দিলীপ ঘোষ। রবিবার মেদিনীপুরে তিনি আশ্বস্ত করেন, আগামী বছর তার দল ক্ষমতায় এলে, দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা তুলে নেওয়া হবে। যদিও ১৯৭৭ সাল থেকে এই আশ্বাস দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বাস্তবে তার কোন ফল দেখা যায়নি।