( ১১ ই অক্টোবর, ২০২০ থেকে ১৭ ই অক্টোবর, ২০২০)

মেষ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না; চক্ষুরোগ, কর্ণরোগ, দাঁত হাড় সংক্রান্ত কোনো অসুখ কষ্ট দেবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আশানুরূপ হবে না; নতুন কোনো বিনিয়োগ করলে খুব ভেবেচিন্তে এগোবেন। চাকুরীজীবিদের কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে তবে ঊর্ধ্বস্থানীয় কোন ব্যক্তির দ্বারা শত্রুতার শিকার হবেন। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা আসবে। দাম্পত্যজীবনে সুখ শান্তি হ্রাস পাবে। সন্তানের স্বাস্থ্যভঙ্গ হবে এবং সন্তানের কর্মজীবন চিন্তার কারন হবে। বিদ্যার্থীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগের পর আত্মীয় পরিজনের সাথে আনন্দের মুহূর্ত কাটবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অত্যন্ত সুখকর সময় কাটবে। সপ্তাহের মধ্যভাগে ছোটখাটো চোট-আঘাত লাগবে সচেতনতা প্রয়োজন। বেকার যুবক যুবতীর নতুন কর্ম লাভ হবে।

বৃষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার অভাব হবে এবং বিবিধ কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। বিদ্যার্থীদের পরিশ্রম ও মেধা অনুযায়ী সফলতা পেতে বাধা হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম শুভ যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে অতিরিক্ত বন্ধু-বান্ধবের কারণে সপ্তাহের শেষার্ধে বিবাদ হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা হবে তবে ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক সংকটের সম্মুখীন হবেন। আপনাদের সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে আনন্দদায়ক সংবাদ আসবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না।

মিথুন রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে; তবে সংযমিত জীবন যাপন করলে সুস্থতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবন উন্নতি সফলতার সুযোগ আসবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার ক্রমশ বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা আগের চেয়ে অনেক অনুকূল হবে। আপনার সন্তানের শিক্ষাজীবন চিন্তার কারন হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ সুখহরণ করবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকবে। সপ্তাহের শেষার্ধে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে আনন্দের মুহূর্ত কাটবে। এই সময়ে কোনো আর্থিক বিনিয়োগ করবেন না। যুবক যুবতীর নতুন পর্ব নতুন কর্মসংস্থান হবে। পড়ে গিয়ে বা চোট-আঘাত লেগে রক্তপাত হবে সচেতনতা প্রয়োজন।

কর্কট রাশি: আপনাদের শারীরিক সুস্থতা বজায় থাকবে। পারিবারিক সুখ-শান্তি বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতা আশানুরূপ হবে না এবং কর্মস্থানে বিবিধ গোলযোগের শিকার হবেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা খুব একটা অনুকূল যাবে না। ছাত্র-ছাত্রীদের মানসিক চঞ্চলতা ও অলসতা সফলতা পেতে বাধা দেবে। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। আপনাদের সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য চিন্তা বৃদ্ধি করাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে।

সিংহ রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন এবং দীর্ঘস্থায়ী কোন অসুখে কষ্ট পাবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা হবে এবং যোগ্যতা অনুযায়ী সফলতা আসবে না। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত সুখকর কাটবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের যোগ্যতা অনুযায়ী সফলতা পেতে বাধা আসবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বজায় থাকবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক অশান্তি মনোকষ্টের কারণ হবে। নিজের বাক্য সংযম করুন।

কন্যা রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে; তবে ঋতু পরিবর্তনের কারনে সর্দি কাশি, বাতজ বেদনা ইত্যাদিতে কষ্ট পাবেন। মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের অর্থ যশ ভাগ্য অত্যন্ত শুভ। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা হার হ্রাস পাবে এবং উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে অর্থ সম্মানহানির শিকার হবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ লেগেই থাকবে এবং পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টা অত্যন্ত আনন্দপ্রদ। সপ্তাহের মধ্যভাগে গুরুজন বা প্রিয়জনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আর্থিক সঞ্চয় মনোনিবেশ করুন। যত কম বন্ধু সংসর্গ করবেন আপনার জন্য ততই ভালো হবে। আত্মীয়-স্বজন শত্রুতা করবে সাবধানতা প্রয়োজন। সপ্তাহের শেষার্ধে ছোটখাটো চোট-আঘাত লাগবে সচেতনতা প্রয়োজন।

তুলা রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; হৃদয়রোগ, পেটের সমস্যা, চক্ষুরোগ গলার কোনো অসুখ ইত্যাদি কষ্ট দেবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার বজায় থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের আর্থিক সফলতার হার হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দের কাটবে এবং একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং ঝগড়া-বিবাদ লেগেই থাকবে। আপনাদের সন্তানের শিক্ষাজীবন চিন্তার কারন হবে। ছাত্র-ছাত্রীদের জন্য সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। সপ্তাহের শেষার্ধে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক কলহ অসম্ভব নয়।

বৃশ্চিক রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা অনুকূল যাবে না। ব্যবসায়ীদের চেষ্টানুপাতিক আর্থিক উন্নতি সফলতা আসবে না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর পরিবর্তিত স্বভাব দুঃখের কারণ হবে। প্রেমিক-প্রেমিকাদের খুব একটা ভালো সময় যাবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে। আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। সপ্তাহের শেষের দিকে গুরুজনের স্বাস্থ্যভঙ্গের কারণে ব্যয় হবে এবং চিন্তা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট-আঘাত দুর্ঘটনা থেকে সচেতনতা প্রয়োজন।

ধনু রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টা খুব একটা অনুকূল যাবে না। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে গুরুজনের শরীর স্বাস্থ্য ভঙ্গের কারণে মনোবেদনা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা আসবে। ব্যবসায়ীদের আশানুরূপ আর্থিক উন্নতি সফলতা আসবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা ভালো যাবে না। সপ্তাহের শেষার্ধে প্রতিবেশী বা বন্ধুর কারণে জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবেন।সন্তানের স্বাস্থ্যভঙ্গের কারণে সুখ হ্রাস পাবে। ভাই বা বোনের সাথে ঝগড়া বিবাদ হবে। সপ্তাহের শেষার্ধে জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত কোন সমস্যা আসবে।

মকর রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন; বাতজ বেদনা, পেটের সমস্যা, শরীরের নিম্নাংশে কোন রোগ, স্নায়ুরোগ, চর্মরোগ ইত্যাদিতে কষ্ট পাবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বিবিধ বাধার সম্মুখীন হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত আনন্দের সময় কাটবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে তবে সপ্তাহের শেষার্ধে পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের যোগ্যতা অনুসারে কর্মজীবনে উন্নতি সফলতা আসবে না। পেশামূলক কর্মজীবীদের জন্য সময়টা খুব একটা অনুকূল যাবে না। আপনার সন্তানের পরিবর্তিত আচরণে মনোকষ্ট বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের জন্য অপযশ প্রাপ্ত হবেন। ছোটখাটো চোট-আঘাতের কারণে রক্তপাত হবে বা দুর্ঘটনা হবে সাবধানতা প্রয়োজন।

কুম্ভ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে; তবে সপ্তাহের মধ্যভাগের পর শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে; তবে তৃতীয় ব্যক্তির কারণে ঝগড়া-বিবাদ হবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত উত্তম সময় কাটবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি হবে তবে কাজের চাপ বৃদ্ধির কারণে মানসিক শান্তির অভাব হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আসবে এবং এই সময়ে কোনো আর্থিক বিনিয়োগ করবেন না। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গের কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে গুরুজন প্রিয়জনের সাথে ঝগড়া বিবাদ হবে। প্রিয়জনের পরিবর্তিত আচরণে মনোব্যথা পাবেন। নৈতিকতার বিরুদ্ধে কোনো কাজকর্ম করবেন না। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে এবং সৎ পরামর্শ জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে।

মীন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অত্যন্ত ভালো সময় কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার কারণে সুখ বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে আপনাদের মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা আশানুরূপ হবে না। ব্যবসায়ীদের আর্থিক সফলতার হার মধ্যম মানের হবে। পেশামূলক কর্মজীবীদের জন্য সময়টা অনুকূল যাবে। সপ্তাহের শেষার্ধে গুপ্তশত্রুতার শিকার হবেন। বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবীর দ্বারা সন্মান হানি হবে বা প্রতারিত হবেন। ছোটখাটো আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত বা অস্থিভঙ্গ হতে পারে সাবধানতা প্রয়োজন। সপ্তাহের শেষার্ধে পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। অপব্যয় বন্ধ করুন ও আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন।

Share.
Leave A Reply

Exit mobile version