সাপ্তাহিক রাশিফল ( ১৯ শে ডিসেম্বর, ২০২১ থেকে ২৫ শে ডিসেম্বর, ২০২১)

মেষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতা বজায় থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে এবং নতুন কোন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার আশানুরূপ হবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় শারীরিক সুস্থতার হার হ্রাস পেতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে কিছু গোলযোগের শিকার হবেন সচেতনতা প্রয়োজন। বিভিন্ন কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তি বিনষ্ট হবে। অহেতুক কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। পিতা-মাতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধর্মাচরণে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশাজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ভ্রাতা ভগ্নিদের সাথে সদ্ভাব ক্ষুন্ন হবে না। দুই একজন বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে সচেতনতা প্রয়োজন। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। নিজের বুদ্ধির স্থিরতার অভাবে সমস্যায় পড়তে পারেন সচেতনতা প্রয়োজন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। কাছে-দূরে ভ্রমণের সুযোগ আসবে। খরচ নিয়ন্ত্রণ করলে সঞ্চয় বৃদ্ধি পাবে। গুপ্তশত্রু বিষয়ে সতর্ক থাকবেন। পিতা-মাতা বা গুরুজনের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আশানুরূপ হবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গুপ্তশত্রুরা আপনার নানাভাবে ক্ষতির চেষ্টা করলেও তারা সফলতা পাবে না। প্রিয় বন্ধুর শারীরিক অসুস্থতায় মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। ধৈর্যহারা হলে পারিবারিক অশান্তির সম্মুখীন হতে হবে। ধর্ম কর্মে মন দিলে শুভ হবে। নৈতিক জীবন যাপন করলে কোন বড় ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না।
কর্কট রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। বিদ্যার্থীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ভাই বোনের সাথে সু-সম্পর্ক নষ্ট হবে। বন্ধুবান্ধবের সাথে বুঝে মেলামেশা করবেন; নচেৎ সমস্যায় পড়তে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। সপ্তাহের শেষের দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; মানসিক উদ্বেগ হতাশা বৃদ্ধি পাবে এবং আর্থিক চিন্তা আপনাকে গ্রাস করবে। নতুন কোনো সম্পর্কে যুক্ত না হওয়াই ভালো। ছোটখাটো দুর্ঘটনা, চোট-আঘাত থেকে সাবধানতা প্রয়োজন।
সিংহ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তানের পড়াশোনায় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবেন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। গুরুজনের শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে দূরত্ব বজায় রাখবেন। মানসিক উদ্বেগ চঞ্চলতা নিয়ন্ত্রণ করতে ধর্মীয় জীবন যাপন করুন। বেকার যুবক যুবতীর কর্ম বিষয়ে শুভ সংবাদ আসবে। শত্রুরা আপনাকে কোনরকম ক্ষতি করতে সক্ষম হবে না। জমি বাড়ি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।
কন্যা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার আশানুরূপ হবে না। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি মধ্যম মানের। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা মধ্যম মানের। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। ভাই বোনের স্বাস্থ্যভঙ্গ হবে। সপ্তাহের শুরুর দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; ছোটখাটো চোট-আঘাত, দুর্ঘটনা এবং আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের শরীর-স্বাস্থ্য মাঝেমধ্যে খারাপ হবে তবে তেমন চিন্তার বিষয় নেই। গুপ্তশত্রু থেকে একটু সতর্কভাবে থাকাই ভালো। সপ্তাহের শেষের দিকে আপনারা মানসিক চঞ্চলতা অস্থিরতার শিকার হবেন। ধর্মাচরণে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবের সাথে কম মেলামেশাই ভালো।
তুলা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতা মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। চাকুরিজীবীদের কর্মজীবনে সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা ভালো কাটবে। সাংসারিক খরচ বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে। সপ্তাহের শুরুর দিকে বিভিন্ন কারণে চিন্তা বৃদ্ধি পাবে। আপনার বুদ্ধির কৌশলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য চিন্তার কারন হবে। বন্ধু-বান্ধবের সহযোগিতায় উন্নতি হবে। বাকসংযম করুন। নিজের রাগ উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। মানসিক অস্থিরতা কর্মজীবনে ঋণাত্মক প্রভাব ফেলবে সচেতনতা প্রয়োজন।

বৃশ্চিক রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতা আপনার সুখের কারণ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে; নতুন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। গুরুজনের স্বাস্থ্য চিন্তার কারন হবে। সপ্তাহের শুরুর দিকে ছোটখাটো চোট-আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতা প্রয়োজন। গুপ্তশত্রু আপনার তেমন ক্ষতি করতে পারবে না। ভোগবিলাসীতার কারণে খরচ নিয়ন্ত্রিত থাকবে না। নিজের রাগ উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন। ধর্মপথে মনোনিবেশ করলে মানসিক শান্তি পাবেন। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে।
ধনু রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগের অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতা আপনার সুখের কারণ হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার আশানুরূপ হবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে। কর্মসূত্রে ভ্রমণ হবে। সপ্তাহের মধ্যভাগের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; পারিবারিক কলহ বিবাদ হবে। গুরুজন প্রিয়জনের রোগভোগের কারণে আর্থিক খরচ বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না। বন্ধু-বান্ধবের কাছ থেকে বিশেষ উপকার আশা করবেন না। কর্মস্থানে গুপ্তশত্রু আপনার অনিষ্ট করতে পারে সতর্ক থাকা দরকার।
মকর রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দদায়ক কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা ভালো কাটবে; সম্মান বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবেন। পিতা-মাতা বা প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতি হবে। কোন কাজ জমিয়ে রাখবেন না; তৎপরতার সঙ্গে সম্পন্ন করুন। সপ্তাহের শেষের দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো থাকবে কাটবে না; দুর্ঘটনা, মানসিক অবসাদ, প্রিয়জনের সাথে বিবাদ ইত্যাদি হবে। আপনার বুদ্ধির কৌশলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। জমি বাড়ি-গাড়ি ক্রয় বিষয়ে শুভ হবে। শত্রুরা নানাভাবে অনিষ্ট করার চেষ্টা করলেও অসফল থাকবে।
কুম্ভ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার হ্রাস পাবে এবং তাদের স্বাস্থ্যভঙ্গ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবেন। বেকার যুবক-যুবতীর নতুন কর্মসংস্থান হবে। সপ্তাহের শেষের দিকে প্রিয়জনের সাথে কাছে-দূরে ভ্রমণ হবে। নিজের ভুল সিদ্ধান্তের কারণে মানসিক চিন্তা ভয় বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সাথে রুক্ষ ব্যবহার না করলে পারিবারিক শান্তি বজায় থাকবে। নিজের কথার দোষে শত্রুতা বৃদ্ধি পাবে। দু’একজন বন্ধু ছাড়া অন্য কোনো বন্ধু বান্ধবী বিশেষ উপকারে আসবে না।
মীন রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। প্রেমিক-প্রেমিকাদের সময়টা আনন্দপ্রদায়ী। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা হ্রাস পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; যশ বৃদ্ধি পাবে। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। সপ্তাহের মধ্যভাগের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে এবং মানসিক সুখ শান্তি হ্রাস পাবে। নিজের ভুল সিদ্ধান্তের কারণে সমস্যার সম্মুখীন হতে হবে সচেতনতা প্রয়োজন। ভাই বোনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ধর্মীয় স্থানে ভ্রমণ হবে। সপ্তাহের শেষের দিকে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য চিন্তার কারন হবে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের সাথে তর্ক বিবাদ থেকে এড়িয়ে চলুন। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে।