%%sitename%%

জ্যোতিষ

সাপ্তাহিক রাশিফল

By admin

September 03, 2020

( ৩ রা সেপ্টেম্বর, ২০২০ থেকে ৯ ই সেপ্টেম্বর, ২০২০)

মেষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; মাইগ্রেন, চক্ষুরোগ, স্নায়ুরোগ, ইত্যাদিতে কষ্ট পাবেন। এছাড়াও মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার অত্যন্ত বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত শুভ যাবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা বৃদ্ধি পাবে এবং নতুন কোন প্রকল্প থেকে আর্থিক উন্নতির সুযোগ আসবে। সপ্তাহের মধ্যভাগে বন্ধু বা প্রতিবেশীর সাথে হঠাৎই মতবিরোধ হবে। গুপ্তশত্রুতার দ্বারা ক্ষতির শিকার হবেন। সাংসারিক সুখ-শান্তি বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে প্রেম বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ঝগড়া-বিবাদ হবে এবং মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত শুভ সময় যাবে। আপনাদের সন্তানের শিক্ষা বা কর্মজীবনে উন্নতির কারণে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। ব্যয়বৃদ্ধি পাওয়ায় আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: আপনাদের গুরুজন প্রিয়জনের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে তবে গুপ্তশত্রুতার কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এবং কর্মসূত্রে দূরভ্রমণ সম্ভব। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে তবে কোনভাবে ব্যবসা বৃদ্ধির জন্য বা অন্য কোন কারণে ঋণ নেবেন না। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং নাম যশ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার অত্যন্ত বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টা অত্যন্ত আনন্দের যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে। আপনাদের সন্তানের উন্নতিতে সুখ লাভ হবে। আপনাদের সপ্তাহের মধ্যভাগে শারীরিক সুস্থতার অভাব হবে।
মিথুন রাশি: শরীর-স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা ভালো হবে; তবে হঠাৎ চোট-আঘাত লাগতে পারে সাবধানতা প্রয়োজন। দাম্পত্য জীবনের সুখ হ্রাস পাবে এবং পতি বা পত্নীর সাথে বিবাদে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্ক মধ্যম মানের থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা হার হ্রাস পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে তবে অংশীদারি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা প্রবল। সন্তানের স্বাস্থ্যচিন্তার কারন হবে। বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা সম্মানহানির আশঙ্কা আছে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেবেন। সপ্তাহের শেষের দিকে গুরুজন প্রিয়জনের সাথে তর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ধর্ম-কর্ম অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে।
কর্কট রাশি: আপনারা হঠাৎই শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন এবং চক্ষুরোগ, গলা সংক্রান্ত কোন রোগ, সংক্রমণজনিত কোন রোগ, পেটের কোন সমস্যা ইত্যাদিতে কষ্ট পাবেন। চাকুরিজীবীদের কর্মজীবন নিয়ে অস্থিরতা বৃদ্ধি পাবে এবং কর্মস্থান পরিবর্তনে চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক সফলতা হার বৃদ্ধি পাবে। উদ্যম প্রচেষ্টা বৃদ্ধি করলে বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। পেশামূলক কর্মজীবীদের জন্য অত্যন্ত শুভ ও সাফল্যপ্রদ সময় যাবে। গুরুজন বা প্রিয়জনের শরীর-স্বাস্থ্য হঠাৎ খারাপ হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর স্বভাব পরিবর্তনে মনোকষ্ট বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য অত্যন্ত ভালো এবং আনন্দময় সময় যাবে। সন্তানের পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজীবনে গুপ্তশত্রুতার প্রভাব পড়বে। ভালো বন্ধু বান্ধবের সহযোগিতায় সুখ লাভ হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে।
সিংহ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে পেটের সমস্যায় ভুগতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জীবনে সন্দেহের বাসা তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং ঝগড়া-বিবাদ লেগেই থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে এবং চুরির শিকার হতে পারেন। পেশামূলক কর্মজীবীদের আর্থিক উন্নতি সফলতা বজায় থাকবে। গুরুজনের সহযোগিতায় বিভিন্ন সমস্যার সমাধান হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারন হবে। বিদ্যার্থীদের উন্নতি সফলতার হার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হঠকারি ভুল সিদ্ধান্তের কারণে ঝগড়া বিবাদ দীর্ঘায়িত হবে। রাগ তেজ উত্তেজনা নিয়ন্ত্রণ করুন।
কন্যা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য আগের চেয়ে বেশ কিছুটা ভালো হবে;তবে মানসিক অস্থিরতা ও চঞ্চলতা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে যোগ্যতা অনুযায়ী সফলতা পেতে বাধা হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে। পেশামূলক কর্মজীবীদের জীবনে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে এবং আর্থিক উন্নতি স্তব্ধ হবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার হ্রাস পাবে। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা চিন্তার কারন হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টা খুব একটা সুখকর হবে না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে খুব কাছের মানুষের থেকে খুশির খবর আসবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে কিছু শুভ হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এবং তার চক্ষুরোগ, দাঁতের রোগ, বাতজ বেদনা বৃদ্ধি পাবে। এই সময় কোন আর্থিক বিনিয়োগ করবেন না।
তুলা রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে তবে ছোটখাটো চোট-আঘাত লাগবে সাবধানতা অবলম্বন করা উচিত। জলপথে ভ্রমণ না করাই ভালো। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং কাজের চাপও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে এবং সপ্তাহের মধ্যভাগে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পেশামূলক কর্মজীবীদের কর্মজীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যম মানের সময় কাটবে। সন্তানের স্বাস্থ্য ও কর্মজীবন চিন্তার কারন হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধার সম্মুখীন হবে এবং শিক্ষাক্ষেত্রে সফলতার হার হ্রাস পাবে। দাম্পত্য জীবনের সুখ শান্তি হ্রাস পাবে এবং আত্মীয়-স্বজনের কারণে ঝগড়া-বিবাদ হবে। বাড়িতে আত্মীয় অতিথি সমাগম হবে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হবে। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন।
বৃশ্চিক রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে তবে সপ্তাহের শেষার্ধে পেটের সমস্যায় ভুগতে পারেন। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার যথেষ্ট বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে আপনাদের মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা চিন্তার কারন হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মধুর সময় কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে সফলতা বৃদ্ধি পাবে এবং কর্মোন্নতির সুযোগ আসবে। পেশামূলক কর্মজীবীদের জন্যে সময়টা খুব শুভ নয়। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে তবে আর্থিক সঞ্চয়ে বাঁধা হবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। কোন চেষ্টা ছাড়াই গুপ্তশত্রু পরাস্ত হবে। নিজের আবেগ উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন।
ধনু রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হবে তবে কোন সংক্রমিত রোগে আক্রান্ত হতে পারেন সাবধানতা প্রয়োজন। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত মধুর ও শুভ কাটবে এবং একে অপরের সহযোগিতায় উন্নতি সম্ভব। সন্তানের সফলতা উন্নতিতে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর সহযোগিতা আর্থিক উন্নতি সম্ভব। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে এবং পদোন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ ও সাফল্যপ্রদ সময় যাবে এবং আর্থিক উন্নতি হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের জীবনে অর্থ প্রতিষ্ঠা সফলতার হার বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বাধা হবে এবং বন্ধু-বান্ধবের কারণে জীবনের সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আত্মীয় কুটুম্ব এর কারনে জীবনে কিছু সমস্যা আসবে। উত্তম আচরণে প্রলোভিত হয়ে কারোর দ্বারা প্রতারিত হতে পারেন সাবধানতা প্রয়োজন। বেকার যুবক-যুবতীর নতুন কর্মসংস্থান হবে।
মকর রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; পেটের সমস্যা, হৃদয় ও ফুসফুস সংক্রান্ত কোন সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। চাকুরীজীবিদের কর্মজীবনে সফলতা বৃদ্ধি পাবে এবং কাজের চাপও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত মধুর সময় কাটবে। সন্তানের স্বাস্থ্য ও স্বভাবের পরিবর্তন চিন্তার কারন হবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে তবে আত্মীয় বন্ধুর কারণে সপ্তাহের শেষার্ধে পারিবারিক কলহ হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে এবং তাদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রতিবেশীর সাথে অহেতুক তর্ক বিবাদে জড়িয়ে পড়বেন। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান সম্ভব।
কুম্ভ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; চক্ষুরোগ, হৃদয় ও স্নায়ু সংক্রান্ত কোন রোগ, যকৃৎ সংক্রান্ত কোন রোগ ইত্যাদিতে কষ্ট পাবেন। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত আনন্দ মুখর সময় কাটবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে তবে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কাজের পরিবেশে অস্থিরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের মধ্যম সময় কাটবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বাধা হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকলেও পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গের কারণে সুখ হ্রাস পাবে। সন্তানের উন্নতি সফলতায় সুখ বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় মনোনিবেশ করুন। আত্মীয় বন্ধুর প্ররোচনায় আর্থিক বিনিয়োগ করে অর্থ ক্ষতির সম্মুখীন হবেন। সপ্তাহের মধ্যভাগে অত্যন্ত প্রিয়জনের বিরুদ্ধে ব্যবহারে মানসিক কষ্ট পাবেন। সপ্তাহের শেষার্ধে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
মীন রাশি: আপনাদের শারীরিক সুস্থতার অভাব থাকবে এবং মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অপমানিত হবেন সচেতনতা প্রয়োজন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা অত্যন্ত বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের আর্থিক সফলতার হার বৃদ্ধি পাবে; তবে অযাচিত সমস্যার সম্মুখীন হবেন। রাগ উত্তেজনা নিয়ন্ত্রণ করলে এবং বাক্ সংযম করলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। পতি বা পত্নীর সহযোগিতায় জীবনে উন্নতি বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সুখ-শান্তি বৃদ্ধি পেলেও সন্দেহের কারণে মানসিক কষ্ট থাকবে। বাড়িতে ধর্ম-কর্ম অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারন হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য ভালো থাকবে না। সপ্তাহের মধ্যভাগে জমি বাড়ি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে এবং বিবাদ দীর্ঘায়িত হবে। বন্ধু বা প্রতিবেশীর সহযোগিতায় উন্নতি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের অসফল কোন কাজে উদ্যম প্রচেষ্টা নিয়ে এগোলে সফলতা পাবেন।