%%sitename%%

জ্যোতিষ

সাপ্তাহিক রাশিফল

By admin

December 27, 2020

সাপ্তাহিক রাশিফল (২৭ শে ডিসেম্বর,২০২০ থেকে ২ রা জানুয়ারি, ২০২১)

মেষ রাশি; আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত মধুর কাটবে এবং উভয়ের একত্রে দূরভ্রমণে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য জীবনের সিখ শান্তি বজায় থাকবে; তবে সংসারের ছোটখাটো অশান্তিকে বেশি বড় করবেন না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশামূলক কর্মজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে। সপ্তাহের শেষের দিকে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ধর্ম-কর্ম অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সফলতা আসবে। অযথা কুবাক্য প্রয়োগ করে কারো সঙ্গে শত্রুতা উৎপন্ন করবেন না।
বৃষ রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন। দাম্পত্য জীবনের সুখ শান্তি হ্রাস পাবে এবং অযথা তর্ক বিবাদ হবে এবং পারিবারিক কলহ মানসিক শান্তি কেড়ে নেবে। প্রেমিক-প্রেমিকাদের ভালো সময় কাটবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার হ্রাস পাবে এবং মানসিক চঞ্চলতা উদ্বেগ পড়াশোনায় মনোনিবেশ করতে বাধা দেবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং নতুন কোন প্রকল্পে বিনিয়োগ করে আর্থিক স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। বিপরীত লিঙ্গের বন্ধুবান্ধবের দ্বারা প্রতারণার শিকার হবেন সাবধানতা প্রয়োজন। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। আপনার সন্তানের সাথে মনোমালিন্য হবে। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন।
মিথুন রাশি: আপনাদের শারীরিক সুস্থতার অভাব হবে এবং স্নায়ুরোগ, চর্মরোগ, পেটের সমস্যা কষ্ট দেবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে; তবে প্রেম সংক্রান্ত বিষয়ে পারিবারিক অশান্তি হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। সপ্তাহের মধ্যভাগে আত্মীয়-স্বজনের সাথে মনোমালিন্য বা বিবাদ হবে। প্রিয়জনের সাথে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গের কারণে খরচ বৃদ্ধি পাবে।
কর্কট রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে; তবে সংযমিত জীবনযাপন করলে শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার হ্রাস পাবে এবং মানসিক চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে; সম্পর্কে অবিশ্বাস দানা বাঁধবে সচেতনতা প্রয়োজন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে; তবে পতি বা পত্নীর স্বাস্থ্যচিন্তার কারন হবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্য প্রদায়ী এবং আর্থিক বিনিয়োগ স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে; নতুন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। বেকার যুবক যুবতীর নতুন কর্ম লাভের সুযোগ আসবে। আপনার সন্তানের উন্নতি সফলতায় আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে। উদাসীন থাকার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সাবধানতা প্রয়োজন। প্রতিবেশীর সাথে হৃদ্রতা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতা মধ্যম মানের হবে; তবে মানসিক অস্থিরতা চঞ্চলতা কমাতে হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দ মধুর কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গের কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা অনুকূল যাবে; তবে যোগ্যতা অনুসারে আর্থিক সফলতা পাবেন না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে পরিবারের সাথে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। জমি বাড়ি সংক্রান্ত কোন সমস্যা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট-আঘাত বা দুর্ঘটনা থেকে সাবধানতা প্রয়োজন।
কন্যা রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; বাতজ বেদনা, পেটের সমস্যা, শরীরের নিম্নাঙ্গে কোন রোগ ইত্যাদি কষ্ট দেবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা সুখ-দুঃখ, হাসি-কান্না মিলিয়ে কাটবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের কোনো সুখের সংবাদ আসবে। আপনার সন্তানের উন্নতি সফলতায় আপনার সুখ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্য প্রদায়ী। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের অসফল কাজে সফলতা পাবেন। সপ্তাহের শেষের দিকে পারিবারিক কোনো সমস্যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। গুপ্তশত্রুতার কারণে ক্ষতির সম্মুখীন হবেন সাবধানতা প্রয়োজন।
তুলা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; শারীরিক অসুস্থতার কারণে খরচ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় যোগ্যতা অনুযায়ী সফলতা পেতে বাধা হবে। প্রেমিক-প্রেমিকাদের জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে; তবে আত্মীয়-স্বজনের কারণে নিজেদের মধ্যে মনোমালিন্য হবে। আপনার সন্তানের উন্নতি সফলতায় সুখ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং নতুন কোন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। পেশাজীবীদের সময়টা খুব একটা ভালো কাটবে না; আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সচেতনতার প্রয়োজন। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে ভ্রমণ আনন্দদায়ক হবে। আত্মীয় স্বজনের থেকে দুঃসংবাদ আসবে। সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। ছোট ভাই-বোনের স্বাস্থ্যভঙ্গ হবে।
বৃশ্চিক রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; সংক্রমণজনিত কোনো অসুখ, রক্তচাপ সংক্রান্ত কোনো রোগ, পেটের সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতিতে বাধা হবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা সাফল্যপ্রদায়ী হবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। আপনার সন্তানের শরীর-স্বাস্থ্য চিন্তার কারন হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে এবং অহেতুক ঝগড়া-বিবাদ দাম্পত্য সুখ লাভে বাঁধা দেবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও ভুল-বোঝাবুঝি ইত্যাদি লেগেই থাকবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। আত্মীয় বা বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে নিজে বিপদের সম্মুখীন হবেন। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ায় খরচ বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক অশান্তি হবে। সপ্তাহের শেষার্ধে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে এবং মানসিক অবসাদ গ্রাস করবে।
ধনু রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাববোধ করবেন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দদায়ক কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে। আপনার সন্তানের উন্নতি হবে; তবে আপনার সাথে মনোমালিন্য হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আশানুরূপ হবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধির জন্য অনুকূল।চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে; তবে কাজের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে শারীরিক সুস্থতার অভাব হবে। পরিবারের সঙ্গে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। গুপ্তশত্রুতার কারণে ক্ষতির সম্মুখীন হবেন সাবধানতা প্রয়োজন। উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে সন্মানহানি হবে সচেতনতা প্রয়োজন।
মকর রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে; তবে সংযমিত ও সাত্বিক জীবনযাত্রা শারীরিক সুস্থতার হার বৃদ্ধি করবে। বিদ্যার্থীদের পড়াশোনায় সফলতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং উভয়ের একত্রে ভ্রমণে অন্তরঙ্গতা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গ হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাবে এবং সন্মানহানি হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের আশানুরূপ আর্থিক স্বাচ্ছন্দ লাভে বাধা হবে। বেশি বন্ধু-বান্ধবের কারণে সমস্যায় পড়বেন সচেতনতার প্রয়োজন। নিঃসঙ্গ জাতক জাতক-জাতিকার জীবনে নতুন প্রেমের উদয় হবে। পরিবার-পরিজনের সাথে একত্রে ভ্রমণ হবে। সপ্তাহের শেষার্ধে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; চক্ষুরোগ, দন্তরোগ, বাতজ বেদনা, সংক্রমণজনিত অসুখ, পেটের সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। শিক্ষার্থীদের পড়াশোনায় সফলতার হার হ্রাস পাবে এবং মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে এবং নিজেদের মধ্যে ছোটখাটো অশান্তি লেগেই থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গ হবে। পেশামূলক কর্মজীবীদের এই সময়টায় খুব একটা সফলতা আসবে না। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে; নতুন কোন প্রকল্পে বিনিয়োগ খুব ভেবেচিন্তে করবেন। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে; তবে কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হবে না সচেতনতা প্রয়োজন। প্রিয়জন বা বন্ধুবান্ধব আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করবে সাবধানতা প্রয়োজন। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গ হবে।
মীন রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন এবং শারীরিক অসুস্থতার কারণে খরচ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় সফলতার হার হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দদায়ক কাটবে এবং একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গের কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী এবং আর্থিক স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের; নতুন কোন প্রকল্পে বিনিয়োগ করবেন না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে; তবে কর্মস্থানে উর্দ্ধতন কর্তৃপক্ষ দ্বারা কিছু সমস্যার সম্মুখীন হবেন। নিজের রাগ তেজ উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন এবং রাগের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহের শেষার্ধে ভ্রমণ হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গের কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ধর্ম-কর্ম অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোন বা আত্মীয়স্বজনের সাথে বিবাদ হবে।