সাপ্তাহিক রাশিফল (২০ শে সেপ্টেম্বর, ২০২০ থেকে ২৬ শে সেপ্টেম্বর, ২০২০)

মেষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য হঠাৎ খারাপ হবে এবং মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের শুরুর দিকে আপনাদের কর্মে মনোনিবেশ করতে বাধা হবে এবং শারীরিক অলসতা কাজ করবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে এবং আর্থিক উন্নতি হবে। ব্যবসায়ীদের সময়টা অনুকূল যাবে না; আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। পেশামূলক কর্মজীবীদের যশ বৃদ্ধি পাবে তবে আর্থিক উন্নতির পথে বাধা হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশের অভাব হবে এবং বাহ্যিক কোন কারনে পড়াশোনায় বিবিধ বাধা আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত ভালো সময় যাবে এবং একে অপরের সহযোগিতায় উন্নতি সম্ভব। আপনাদের সন্তানের শারীরিক সুস্থতার অভাব হবে। সপ্তাহের মধ্যভাগে হঠকারিতা বা ভুল সিদ্ধান্তের কারণে সমস্যার সম্মুখীন হবেন। গুরুজন প্রিয়জনের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ভাই বোনের সাথে বিবাদ হবে। সপ্তাহের শেষের দিকে ছোটখাটো চোট আঘাত লাগবে সাবধানতা প্রয়োজন।
বৃষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা ভালো হবে তবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম শুভ যাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং বিবিধ কারণে মানসিক শান্তি নষ্ট হবে। সন্তানের শিক্ষাস্থানে উন্নতির কারণে সুখ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে সমস্যা বৃদ্ধি পাবে তবে আপনি আপনার প্রতিভা ও কর্মদক্ষতায় নিজেই সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির হার হ্রাস পাবে এবং বিবিধ সমস্যা কর্মজীবনকে গ্রাস করবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে বন্ধু-বান্ধবের কারণে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সচেতনতার প্রয়োজন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার অত্যন্ত বৃদ্ধি পাবে। বিপরীত লিঙ্গের বন্ধুবান্ধব থেকে দূরত্ব বজায় রাখা উচিত। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক অশান্তি হবে।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হবে এবং নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারবেন। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না; ঝগড়া বিবাদ মনোমালিন্য হবে। ব্যবসায়ীদের আর্থিক সফলতার হার বৃদ্ধি পাবে তবে কারোর প্ররোচনায় নতুন কোনো আর্থিক বিনিয়োগ করবেন না। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা মধ্যম মানের হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উন্নতি সফলতার হার অত্যন্ত বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানের স্বাস্থ্য চিন্তার কারন হবে। দাম্পত্য জীবনে শান্তির অভাব হবে। সপ্তাহের মধ্যভাগে রাগ উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহের শেষার্ধে বন্ধু বান্ধবের সাথে আনন্দের সময় কাটবে। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন। একাধিক উপায়ে আয়ের পথ প্রশস্ত হবে তবে খুব ভেবেচিন্তে সেই বিষয়ে এগোবেন।
কর্কট রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে তবে সংক্রমণজনিত কোন অসুখের ভুগতে পারেন এবং দাঁত ও হাড় সংক্রান্ত কোনো অসুখে কষ্ট পাবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর স্বাস্থ্য ভালো থাকবে না। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত মধুর সময় কাটবে। আপনাদের সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক সফলতার হার বজায় থাকবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে পারিবারিক অশান্তি হবে এবং মাতা বা মাতৃস্থানীয়া কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার হ্রাস পাবে। কর্মসূত্রে ভ্রমণ হবে। সপ্তাহের মধ্যভাগে আত্মীয়-স্বজনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, তাই সেখান থেকে খারাপ সংবাদ আসবে।
সিংহ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না; চক্ষুরোগ, পেটের কোন সমস্যা, চর্মরোগ, স্নায়ুরোগ ইত্যাদি রোগে কষ্ট পাবেন। শিক্ষার্থীদের শিক্ষাস্থানে সফলতা বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হবে এবং তাদের কর্মজীবনে উন্নতির কারণে সুখবৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত ভালো সময় কাটবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে তবে আরও উদ্যম প্রচেষ্টা বাড়াতে হবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যজনক যাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর স্বভাব পরিবর্তনে মানসিক কষ্ট পাবেন। বন্ধু বান্ধবের সাথে সপ্তাহের শেষে ভ্রমণ সম্ভব। সপ্তাহের মধ্যভাগে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক অশান্তি হবে।
কন্যা রাশি: আপনাদের শারীরিক সুস্থতা বজায় থাকবে তবে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে এবং বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের আর্থিক উন্নতিতে বাধা হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে এবং সপ্তাহের মধ্যভাগে অহেতুক ঝগড়া অশান্তি হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সময়টা খুব একটা ভালো যাবে না। আপনার সন্তানের শিক্ষা বিষয়ে সফলতা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে বন্ধুবান্ধবের সাথে আনন্দের সময় কাটবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাবে। গুপ্তশত্রুতার কারণে সন্মান হানি হবে সাবধানতা প্রয়োজন।
তুলা রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা ভালো হবে, তবে ছোট খাট চোট আঘাত বা দুর্ঘটনা ইত্যাদি থেকে সাবধানতা প্রয়োজন। শিক্ষার্থীদের শিক্ষাস্থানে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে এবং মনোসংযোগের অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না; সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকলেও রাগ তেজ উত্তেজনা বৃদ্ধির কারণে পতি বা পত্নীর মধ্যে বিবাদ হবে। সপ্তাহের শেষার্ধে পারিবারিক কলহ হবে। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারন হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে এবং নতুন কোন প্রকল্পে আর্থিক বিনিয়োগ করলে ভেবেচিন্তে এগোবেন। পেশামূলক কর্মজীবীদের কর্মজীবনে সফলতা বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে নিজের ভুল আচরণের কারণে গুরুজনের থেকে তিরস্কৃত হবেন। এই সময়ে জমি বাড়ি বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াই শুভ হবে।

বৃশ্চিক রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; চক্ষুরোগ, দাঁতের রোগ, পেটের অসুখ ইত্যাদিতে কষ্ট পাবেন। শিক্ষার্থীদের শিক্ষাস্থানে যোগ্যতা অনুযায়ী সফলতা পেতে বাধা হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্কের দূরত্ব আসবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির পথে বাধা হবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার হ্রাস পাবে। প্রিয়জন গুরুজনের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। দাম্পত্যজীবনে ঝগড়া অশান্তি হবে তবে প্রেমও বজায় থাকবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। আপনার সন্তানের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। সপ্তাহের মধ্যভাগে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সচেতনতা দরকার। কোন আত্মীয় বন্ধুকে সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন।
ধনু রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে অত্যন্ত মধুর সময় কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্য চিন্তার কারন হবে। সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। গৃহে শুভ অনুষ্ঠানে আনন্দ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে সফলতা বৃদ্ধি পাবে তবে কাজের চাপও অত্যন্ত বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সফলতার হার বৃদ্ধি পাবে এবং যশ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে তবে অংশীদারি ব্যবসায় কিছু সমস্যা আসবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বজায় থাকবে। আপনার গুরুজনের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। সপ্তাহের শেষের দিকে আত্মীয়-স্বজনের সাথে আনন্দের সময় কাটবে। গুপ্তশত্রুতার কারণে পারিবারিক কলহ হবে। সপ্তাহের মধ্যভাগে ছোটখাটো চোট আঘাত লাগবে সচেতনতা প্রয়োজন। বেশি বন্ধুবান্ধবের সাথে মেলামেশা জীবনে সমস্যা ডেকে আনতে পারে সেই বিষয়ে সচেতন থাকবেন। এই সময়ে জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেবেন না।
মকর রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন; সংক্রমণজনিত কোন রোগ, দাঁতের সমস্যা, বাতজ বেদনা, পেটের সমস্যা ইত্যাদিতে কষ্ট পাবেন। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা সাফল্যজনক যাবে না। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে কিছু শুভ সংবাদ আসবে। প্রেমিক-প্রেমিকার অত্যন্ত মধুর সময় কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর বিরুদ্ধ আচরণে মনে কষ্ট পাবেন। বিদেশে থাকা বন্ধুর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। সন্তানের শিক্ষাস্থানে কিছু সমস্যা হবে তাই আপনার চিন্তা বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। আপনারা অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন তবে খুব ভেবেচিন্তে এগোবেন। সপ্তাহের মধ্যভাগে বন্ধু-বান্ধবের সহযোগিতায় সুখ বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য একটা ভালো থাকবে না; চক্ষুরোগ, পেটের সমস্যা, সর্দি-কাশি সংক্রান্ত কোন সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যম শুভ সময় কাটবে; তবে সম্পর্কে মিথ্যাচারিতা সমস্যা ডেকে আনবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর সাথে মনোমালিন্য বৃদ্ধি পাবে। সপ্তাহের শুরুতে পারিবারিক কলহ হবে। ভাই বোনের কারণে জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে; তবে আয়-ব্যয়ের স্থিতি সমান থাকবে। পেশামূলক কর্মজীবীদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বিদ্যার্থীদের শিক্ষাস্থানে বিবিধ বাধা আসবে এবং মনোযোগের অভাব হবে। আপনাদের সন্তানের উন্নতিতে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। নিজের রাগ তেজ উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন। নিজের বিরূপ আচরণের কারণে পাড়া-প্রতিবেশীর থেকে বদনাম শুনতে হবে সেই বিষয়ে সচেতনতা প্রয়োজন। সপ্তাহের মধ্যভাগে চোট আঘাত লাগবে বা ছোট খাটো দুর্ঘটনা হবে সচেতনতা প্রয়োজন।
মীন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা ভালো থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার বজায় থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে ঝগড়া অশান্তি অসম্ভব নয়। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন তবে ভেবেচিন্তে এগোবেন। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম শুভ যাবে। আপনার সন্তানের উন্নতিতে আপনার সুখ বৃদ্ধি পাবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। গুপ্ত শত্রুতার কারণে পারিবারিক কলহ হবে। সপ্তাহের শেষের দিকে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক অপচয় বন্ধ করুন এবং আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন।