সাপ্তাহিক রাশিফল ( ১৮ ই অক্টোবর, ২০২০ থেকে ২৪ শে অক্টোবর, ২০২০)

মেষ রাশি; আপনাদের শারীরিক সুস্থতার অভাব হবে; পড়ে গিয়ে চোট আঘাত লাগবে বা ছোট খাটো দুর্ঘটনা থেকে রক্তপাত হবে সচেতনতা প্রয়োজন। সপ্তাহের মধ্যভাগের পর গুরুজন প্রিয়জনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের অত্যন্ত সাফল্যজনক সময় যাবে এবং আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের জন্য সময়টা খুব শুভ যাবে। দাম্পত্য জীবনে প্রেম বজায় থাকবে এবং একত্রে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানের শিক্ষা চিন্তার কারন হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অত্যন্ত আনন্দের সময় কাটবে। সপ্তাহের শেষার্ধে আত্মীয়-স্বজনের থেকে শোক সংবাদ আসবে। আর্থিক অপচয় বন্ধ করে সঞ্চয়ে মনোনিবেশ করুন। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। সঙ্গীহীন জাতক-জাতিকার জীবনে নতুন প্রেম আসবে বন্ধুবান্ধবের সাথে ঝগড়া বিবাদ সপ্তাহের মধ্যভাগে মানসিক কষ্টের কারণ হবে।

বৃষ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে একে অপরের প্রতি সন্দেহের কারণে কিছু সমস্যা আসবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত আনন্দের সময় কাটবে। বিদ্যার্থীদের অত্যন্ত সাফল্যপ্রদ সময় যাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশামূলক কর্মজীবীদের অত্যন্ত শুভ সময় যাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানের শিক্ষাস্থান চিন্তার কারন হবে। সপ্তাহের শেষার্ধে উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে সন্মানহানি হবে। বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবীদের সাথে যতটা সম্ভব কম মেলামেশা করলে ভালো হবে কারণ সেখান থেকে সমস্যা আসবে। ধর্মীয় পূজা অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে। গুরুজনের পরামর্শে জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। নিজের বুদ্ধির দ্বারা শত্রুকে পরাস্ত করতে পারবেন।

মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; পেটের সমস্যা, শরীরের নিম্নাঙ্গে ব্যথা বেদনা ইত্যাদি কষ্ট দেবে। আপনাদের সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দের কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং পতি বা পত্নীর সহযোগিতায় পারিবারিক কোনো সমস্যার সমাধান সূত্র খুঁজে পাবেন। চাকুরীজীবিদের কর্মজীবন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে উদ্যম প্রচেষ্টা বৃদ্ধি করলে সফলতা আসবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা মধ্যম শুভ যাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে। সপ্তাহের মধ্যভাগে গুরুজনের সাথে মতের অমিল হওয়ার কারণে বিবাদ হবে। অবিবাহিতদের বিবাহের শুভ সংবাদ আসবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর শরীর-স্বাস্থ্য চিন্তার কারন হবে। ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে; তবে অসংযমী জীবন-যাপনের কারণে শারীরিক সুস্থতার অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সময়টা খুব একটা ভালো যাবে না; ঝগড়া-বিবাদ লেগেই থাকবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানের উন্নতিতে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের যোগ্যতানুযায়ী সফলতা পেতে বাধা হবে। পরিবারের সাথে একত্রে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে ভয় দুশ্চিন্তা মানসিক সুখ শান্তি কেড়ে নেবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতার অভাব হবে। পুরনো কোনো ঝগড়া-বিবাদ আবার নতুন করে শুরু হবে। চাকুরিজীবীদের কর্মজীবনে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আর্থিক সফলতা চেষ্টানুপাতিক আসবে না। ব্যবসায়ীদের সময়টা অত্যন্ত সাফল্যজনক যাবে এবং আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতা মধ্যম মানের হবে।

সিংহ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; চক্ষুরোগ, মাইগ্রেন, অন্ত্র বৃদ্ধির কারণে প্রদাহ, সংক্রমণজনিত কোনো অসুখ ইত্যাদি কষ্ট দেবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতা সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সফলতা মধ্যম মানের আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে; তবে পতি বা পত্নীর স্বাস্থ্য ভঙ্গের কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত মধুর কাটবে। বিদ্যার্থীদের পড়াশোনায় একাগ্রতার অভাব হবে; তাই সফলতা কম আসবে। আপনার সন্তানের কর্মজীবনে উন্নতির কারণে সুখ বৃদ্ধি পাবে। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত কোন সিদ্ধান্ত এই সময় নেবেন না। মাতা বা মাতৃস্থানীয়া কারোর হঠাৎ স্বাস্থ্য ভঙ্গের কারণে চিন্তা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; সংক্রমণজনিত কোন অসুখ, পেটের রোগ, শরীরের নিম্নাঙ্গে কোন ব্যথা-বেদনা, চোখের সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। প্রেমিক-প্রেমিকাদের জীবনে শান্তির অভাব হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং কাজের চাপ বৃদ্ধির কারণে শারীরিক সুস্থতা হ্রাস পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আশানুরূপ হবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যজনক যাবে। গুরুজনের সুপরামর্শ আর্থিক উন্নতির সুযোগ আসবে। আপনার সন্তানের উন্নতি সফলতা মানসিক সুখের কারণ হবে। সপ্তাহের মধ্যভাগে অহেতুক চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে বন্ধুবান্ধবের সাথে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে। আত্মীয়-স্বজনের স্বার্থসম্পন্ন ব্যবহারে তাদের সাথে সম্পর্কে তিক্ততা আসবে। সঙ্গীহীন জাতক-জাতিকার জীবনে নতুন প্রেমের উদয় হবে।

তুলা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার অভাব হবে; সংক্রমণজনিত কোনো অসুখ, পেটের সমস্যা, বাতজ বেদনা ইত্যাদি কষ্ট দেবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বাধা হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অত্যন্ত আনন্দের সময় কাটবে। সপ্তাহের শেষার্ধে গুরুজনের স্বাস্থ্যভঙ্গের কারণে ব্যয় বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা আশানুরূপ হবে না। ব্যবসায়ীদের কর্মজীবনে বিভিন্ন সমস্যা উন্নতিকে গ্রাস করবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা মধ্যম শুভ কাটবে। বেশি বন্ধু-বান্ধবের সংসর্গ জীবনে সমস্যা নিয়ে আসবে। আপনারা উদ্যম প্রচেষ্টা বৃদ্ধি করলে আর্থিক উন্নতি সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন। বাক্য সংযম প্রয়োজন; অযথা কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না শত্রুতা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম সুখপ্রদ। বিদ্যার্থীদের পড়াশোনায় একাগ্রতার অভাব হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং ঝগড়া-বিবাদ লেগেই থাকবে। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গের কারণে মানসিক দুঃখ-কষ্ট বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের সময়টা খুবই সাফল্যজনক যাবে। পেশামূলক কর্মজীবীদের যোগ্যতানুযায়ী সফলতা পেতে বাধা হবে। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। সপ্তাহের শেষার্ধে আর্থিক চিন্তা মানসিক অবসাদ বৃদ্ধি করবে। সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে সাবধানতা প্রয়োজন। সপ্তাহের শেষদিকে পরিবার পরিজনের সাথে ভ্রমণে আনন্দের সময় কাটবে এবং আত্মীয় বন্ধুর থেকে শুভ সংবাদ আসবে।

ধনু রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; শ্বাস কাস সংক্রান্ত কোনো অসুখ, হৃদয়রোগ, পেটের সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না; সম্পর্কে অশান্তি ঝগড়া লেগেই থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং উভয়ের একত্রে ভ্রমণ প্রেম বৃদ্ধিতে সহায়তা করবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যবসায়ীদের উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশামূলক কর্মজীবীদের জীবনে উন্নতি সফলতা আসবে। চাকুরিজীবীদের জন্য সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। সপ্তাহের মধ্যভাগে বন্ধু বান্ধবের সাথে বিবাদ হবে এবং পারিবারিক কলহ হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। সপ্তাহের মধ্যভাগে নিকটাত্মীয় দ্বারা হেনস্থা হবেন। সপ্তাহের শুরুর দিকে মানসিক উদাসীনতা গ্রাস করবে। সপ্তাহের শেষার্ধে ছোটখাটো চোট-আঘাত লেগে রক্তপাত হবে সাবধানতা প্রয়োজন।

মকর রাশি: আপনাদের শারীরিক সুস্থতা মধ্যম মানের থাকবে; তবে সংক্রমণজনিত কোন অসুখ বা চোট আঘাত লাগার কারণে বেদনা কষ্ট দেবে। আপনাদের মানসিক উদ্বেগ অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের যোগ্যতানুযায়ী সফলতা পেতে বাধা হবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত মধুর সময় কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে বেশি বন্ধু বান্ধবের কারণে সমস্যা আসবে। আপনার সন্তানের স্বাস্থ্য ভঙ্গের কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বজায় থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা আসবে এবং কাজের চাপ বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা আগের চেয়ে অনেক ভালো কাটবে। বিদেশ সংক্রান্ত কোন বিষয়ে সফলতা পাবেন। আত্মীয়-স্বজন আপনার শত্রুতা করবে সেই বিষয়ে সচেতনতা প্রয়োজন। ভোগবিলাসতার কারণে অর্থ ব্যয় হবে। নিঃসঙ্গ জাতক-জাতিকার জীবনে নতুন প্রেমের সঞ্চার হবে। সপ্তাহের মধ্যে কাজে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবেন।

কুম্ভ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। ছাত্র-ছাত্রীদের বিদ্যালাভে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং পতি বা পত্নীর সহায়তায় আর্থিক উন্নতি হবে।প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত সুখপ্রদ সময় যাবে। আপনার সন্তানের উন্নতিতে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা আসবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। গুরুজন প্রিয়জনের সৎ পরামর্শে জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। ধর্ম-কর্মে মন আকৃষ্ট হবে। বেকার যুবক-যুবতীর নতুন কর্মসংস্থান হবে। সপ্তাহের শেষার্ধে পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে। গুরুজনের স্বাস্থ্য চিন্তার কারন হবে। গুপ্তশত্রুতার কারণে জীবনে সমস্যা বৃদ্ধি পাবে।

মীন রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন; মাইগ্রেন সমস্যা, বংশগত কোনো অসুখ, সংক্রমণজনিত কোনো রোগ ইত্যাদিতে কষ্ট পাবেন। প্রেমিক-প্রেমিকার সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ লেগেই থাকবে এবং পারিবারিক কলহ দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। কর্মজীবীদের সময়টা অনুকূলে যাবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা সাফল্যপ্রদ যাবেনা। আপনার সন্তানের উন্নতি সফলতা আপনার মানসিক শান্তি সুখের কারণ হবে। এইসময় জমি-বাড়ি সংক্রান্ত কোন সমস্যার সমাধান হবে। যেকোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন; হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আত্মীয় বন্ধু গুপ্তশত্রুতা করবে তাই মান ও অর্থ হানির শিকার হবেন।

সকলকে শুভ শারদ উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। পুজোর ক’টা দিন আপনাদের খুব আনন্দের সাথে কাটুক দেবী ভগবতীর কাছে এই প্রার্থনাই করি

Share.
Leave A Reply

Exit mobile version