সাপ্তাহিক রাশিফল ( ১৬ ই জানুয়ারী, ২০২২ থেকে ২২ শে জানুয়ারী, ২০২২)

মেষ রাশি; আপনাদের শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; ঝগড়া-বিবাদ মিটে যাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তানের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। চাকুরিজীবীদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে; কর্মস্থানে মানহানি শিকার হবেন সচেতনতা প্রয়োজন। পেশাজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। পরিবারে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বাকসংযম করুন; পারিবারিক শান্তি বজায় থাকবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্য ভঙ্গ হবে। আত্মীয়-বন্ধু প্রতারণা করতে পারে সচেতনতা প্রয়োজন। সপ্তাহের শেষের দিকে সময়টা খুব অনুকূল কাটবে না; কর্মস্থানে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; নিয়ন্ত্রিত দিনচর্যা প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না; সম্পর্কের কারণে পারিবারিক অশান্তি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। আপনারা আর্থিক সঞ্চয়ে সমর্থ হবেন না। আপনারা নিজেদের রাগ উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন। কিছু ভুলের কারণে খরচ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে। প্রিয়জনের সাথে দূরে ভ্রমণ হবে। সপ্তাহের শেষের দিকে ধারালো অস্ত্র দিয়ে রক্তপাত হবে বা চোট-আঘাত লাগতে পারে সচেতনতা প্রয়োজন। মানসিক উদ্বেগ ভয় বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি ফিরে পাবেন। গুরুজনের স্বাস্থ্য উন্নতি ঘটবে। বন্ধুস্থান থেকে সমস্যা আসবে সচেতনতা প্রয়োজন।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতা আশানুরূপ নয়। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। রোগ ভোগের কারণে কর্মে সম্পূর্ণ মনোনিবেশ করতে সমস্যা আসবে। আর্থিক সঞ্চয়ে সমস্যা হবে। বিপরীত লিঙ্গের বন্ধুবান্ধব থেকে দূরত্ব বজায় রাখবেন। নিজের প্রতিভা প্রকাশে বাধাঁ আসবে। কর্মস্থানে সহকর্মীরা শত্রুতা করতে পারে সচেতনতা প্রয়োজন। ধর্মাচরণে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। ভাই বোনের সাথে সম্পর্ক কলহ-বিবাদ হবে। প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। প্রতিবেশীদের সাথে দূরত্ব বজায় রাখুন।
কর্কট রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। বিদ্যার্থীদের শিক্ষাস্থানে চেষ্টা অনুসারে সফলতা আসবে না। প্রেমিক-প্রেমিকাদের সময়টা আনন্দপ্রদায়ী। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। আত্মীয় বন্ধুর থেকে শোক সংবাদ আসবে। বন্ধুরূপী শত্রুরা আপনার অনিষ্ট করতে পারে সচেতনতা প্রয়োজন। কোনভাবে কাউকে আর্থিক সহায়তা করে নিজের সমস্যায় জড়িয়ে যাবেন সচেতনতা প্রয়োজন। সপ্তাহের শেষের দিকে সময়টা আপনাদের ভালো কাটবে না; উটকো ঝামেলা অশান্তির সম্মুখীন হতে হবে এবং মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর্থিক সঞ্চয়ে বাধাঁ হবে এবং আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; ছোটখাটো রোগভোগ লেগেই থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। চাকুরীজীবিদের কর্মজীবনে সফলতা আশানুরূপ নয়। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্য চিন্তার কারন হবে। সপ্তাহের মধ্যভাগে অসুখ-বিসুখের কারণে খরচ বৃদ্ধি পাবে। ভাই বোনের সাথে ঝগড়া-বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বন্ধুবান্ধবের সাথে তর্ক বিবাদ হবে। এই সময় ভ্রমণ এড়িয়ে যাওয়াই শ্রেয়। ছোটখাটো আঘাত লাগবে সচেতনতা প্রয়োজন। কর্মস্থানে বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আত্মীয় বন্ধু আপনার সাথে কোন প্রকারেণ প্রতারণা করতে পারে সচেতনতা প্রয়োজন।
কন্যা রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য মধ্যম মানের থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা শান্তি প্রদায়ী নয়। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার হ্রাস পাবে এবং তারা কথার অবাধ্য হয়ে উঠবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। পেশাজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আধ্যাত্মসাধনায় মন আকর্ষিত হবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর সহযোগিতায় উন্নতি হবে। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন। সপ্তাহের মধ্যভাগে আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময় নতুন সম্পর্কযুক্ত না হওয়াই ভালো। বন্ধুবান্ধবের সাথে কম মেলামেশা ভালো। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নিজেদের ভবিষ্যত সম্পর্কে চিন্তা উদ্বেগ বৃদ্ধি পাবে।
তুলা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। প্রেমিক-প্রেমিকার সময়টা বেশ ভালো কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতিও হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে; নতুন কোন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা খুব একটা ভালো কাটবে না। আপনারা সাংসারিক বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়বেন। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য ভঙ্গ হবে। আর্থিক সঞ্চয় হবে না। অহেতুক মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। নিজের কথার দোষে শত্রুতা তৈরি হবে সচেতনতা প্রয়োজন। অতিরিক্ত হঠকারিতায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন সচেতনতা প্রয়োজন। আপনারা মানহানির শিকার হতে পারেন সাবধানতা অবলম্বন করবেন।

বৃশ্চিক রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতার হার আশানুরূপ হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা আনন্দপ্রদায়ী। দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবেন। আপনার সন্তানের উন্নতি সফলতার হার মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। চাকুরিজীবীদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে; কাজের চাপ বৃদ্ধি পাবে। ভোগবিলাসিতার কারণে আর্থিক সঞ্চয় হবে না। সপ্তাহের শেষের দিকে পারিবারিক ও মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট-আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতা প্রয়োজন। বন্ধুবান্ধব আপনার সাথে শত্রুতা করবে সচেতনতা প্রয়োজন। ভাই বোনের সম্পর্কে ঝগড়া-বিবাদ হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কর্মসূত্রে ভ্রমণ হবে।
ধনু রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে কিছু সমস্যা আসবে। প্রেমিক-প্রেমিকার সময়টা অত্যন্ত ভালো কাটবে। পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হাওয়ায় দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতা আপনার সুখের কারণ হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। পেশামূলক কর্মজীবীদের সময়টা সংঘর্ষপূর্ণ। গৃহে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। সপ্তাহের শুরুর দিকটা আত্মীয় বন্ধুর সাথে আনন্দের মুহূর্ত কাটবে। পূজা উপাসনাতে মন আকৃষ্ট হবে। প্রিয়জনের সাথে বিবাদের ফলে সাংসারিক সুখে বাধাঁ আসবে। বাকসংযম করুন; অহেতুক কথাবার্তার দোষে অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠবেন সাবধান থাকবেন। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। যে কোন কঠিন পরিস্থিতিতে বিচলিত হবেন না; মানসিক স্থিরতা বৃদ্ধি করতে হবে।
মকর রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না; স্বাস্থ্যভঙ্গের কারণে খরচ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা আশানুরূপ কাটবে না; সম্পর্কে বিভিন্ন সমস্যা আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার হ্রাস পাবে এবং তাদের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা ভালো কাটবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা মধ্যম মানের। সপ্তাহের শেষের দিকে সময়টা আপনাদের ভালো কাটবে না; ছোটখাটো আঘাত লাগা, দুর্ঘটনা, পারিবারিক অশান্তি ইত্যাদির মুখোমুখি হবেন সাবধানতা প্রয়োজন। নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপ বৃদ্ধি পাবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গ হওয়ায় তার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আপনার ভুল সিদ্ধান্তের কারণে সম্মানহানি বা পদচ্যুতি অসম্ভব নয়। বন্ধু-বান্ধবের সহযোগিতায় অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।
কুম্ভ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা ভালো কাটবে না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে। পেশাজীবীদের সময়টা আশানুরূপ কাটবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে আপনাদের কর্মস্থান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। ভোগবিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পাবে; সঞ্চয় হবে না বললেই চলে। বদসংসর্গে মহাবিপদের সম্মুখীন হতে পারেন এবং সম্মানহানি হবে সচেতনতা প্রয়োজন। কর্মহীন জাতক-জাতিকার নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। গুরুজন প্রিয়জনের শারীরিক পীড়া বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তির অভাব অনুভব করবেন; আত্মীয় বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হবে।
মীন রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। প্রেমিক-প্রেমিকার সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতির হার বৃদ্ধি পাবে এবং তাদের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশাজীবীদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; যশবৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। বন্ধুস্থান থেকে ক্ষতির সম্ভাবনা প্রবল। আত্মীয় কুটুম্ব বৃদ্ধি পাবে। আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোন অসফল কাজে সফলতা পাবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে মন আকৃষ্ট হবে এবং তীর্থস্থান ভ্রমণ হতে পারে। আর্থিক সঞ্চয় হবে। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এবং সাংসারিক দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনি বুদ্ধির কৌশল একাধিক পথে অর্থ উপার্জন করতে সমর্থ হবেন। জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন।