সাপ্তাহিক রাশিফল ( Weekly Horoscope ) ( ১০ ই জুলাই, ২০২২ থেকে ১৬ ই জুলাই, ২০২২)

মেষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে; নতুন কোন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। গুরুজন বা প্রিয়জনের রোগভোগের কারণে খরচ বৃদ্ধি পাবে। আপনাদের জন্য সপ্তাহের শুরুর দিকে শুভ সংবাদ আসবে; তবে সপ্তাহের শুরুর দিকে দুর্ঘটনার শিকার হতে পারেন সচেতনতা প্রয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে মন আকৃষ্ট হবে। নতুন কোন সম্পর্কের বিষয় খুব ভালোভাবে চিন্তাভাবনা করে এগোবেন। কোন বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না।
বৃষ রাশি: ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্য চিন্তার কারণ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশামূলক কর্মজীবীদের সময়টা আগের চেয়ে ভালো কাটবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। নিজের অলসতার কারণে কর্মজীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বাক-সংযম করুন; অযথা কারোর সাথে তর্ক-বিবাদে জড়াবেন না; শত্রুতা তৈরি হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য বেশ ভালো থাকবে; তবে নিয়ন্ত্রিত দিনচর্যা প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে দূরত্ব আসতে পারে। হঠাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সচেতনতা প্রয়োজন। সপ্তাহের শেষের দিকের সময়টায় কিছু প্রতিকূলতার সম্মুখীন হবেন এবং কর্মস্থানে বিরোধিতার মুখোমুখি হতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়-বিক্রয় বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন। বিলাসিতা কমালে আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে।
কর্কট রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে। মানসিক সুখ-শান্তির অভাব অনুভব করবেন। চাকুরীজীবীরা কর্মস্থানে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হবেন। ব্যবসায়ীদের আর্থিক সাফল্য আশানুরূপ নয়। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে বাক-সংযম করুন। আপনার সন্তান-সন্ততির স্বাস্থ্য ভঙ্গের কারণে খরচ বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় হবে। গুরু বা গুরুস্থানীয় কারোর পরামর্শে সফলতা বৃদ্ধি পাবে। নিজের প্রতিভাকে প্রয়োগ করে কর্মে সফলতা আসবে। বন্ধু-বান্ধবের সঙ্গে বুঝে-শুনে মেলামেশা করবেন। সম্পত্তি কেনাবেচার বিষয়ে সতর্কতা প্রয়োজন। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আগের চেয়ে বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের বিভিন্ন কারণে সফলতা হাতছাড়া হতে পারে সচেতনতা প্রয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠানে, পূর্ণ সঞ্চয়ে মন আকৃষ্ট হবে। সপ্তাহের মধ্যভাগে প্রিয়জনের সাথে বিবাদ হতে পারে। আর্থিক সঞ্চয় তেমন হবে না। এই সময় নতুন কোন সম্পর্কে যুক্ত না হয় ভালো। আপনার সন্তান-সন্ততির স্বাস্থ্যভঙ্গ হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন।
কন্যা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কিছু দ্রব্য ক্রয়ের কারণে আর্থিক খরচ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবীদের কর্মস্থানে পদোন্নতি সম্ভব। বিপরীত লিঙ্গের বন্ধু-বান্ধবীর থেকে দূরত্ব বজায় রাখবেন। ছোটখাটো চোট-আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য চিন্তার কারণ হবে। সপ্তাহের মধ্যভাগে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে মন আকৃষ্ট হবে।
তুলা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না; সম্পর্কের কারণে পারিবারিক কলহ হতে পারে। ভোগ-বিলাসিতা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় তেমন হবে না। ব্যবসায়ীদের সময়টা খুব একটা ভালো কাটবে না; বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। চাকুরীজীবীদের কর্মস্থানে উন্নতি সফলতার হার বজায় থাকবে। সপ্তাহের শেষের দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; বিভিন্ন বিষয়ে সমস্যা বৃদ্ধি পাবে, গুপ্তশত্রুতা অর্থক্ষতি ইত্যাদির সম্মুখীন হবেন সচেতনতা প্রয়োজন। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে।

বৃশ্চিক রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; স্বাস্থ্যভঙ্গের কারণে খরচ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে চেষ্টা অনুসারে সফলতা আসবে না। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য শান্তি বৃদ্ধি পাবে; তবে আপনার সন্তানের স্বাস্থ্য ভঙ্গ হবে এবং তাদের কারণে চিন্তা-খরচ বৃদ্ধি পাবে। সাংসারিক সুখে বাধাঁ আসবে। আর্থিক সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের সময়টা মধ্যম মানের কাটবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বেশ ভালো। গুরুজন বা পিতামাতার পরামর্শে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। অযাচিত আর্থিক লাভ হতে পারে। গুপ্তশত্রুতা থেকে সচেতনতা প্রয়োজন।
ধনু রাশি: আপনারা শারীরিক পীড়ায় কষ্ট পাবেন। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না; সম্পর্কে কলহ-বিবাদ লেগেই থাকবে। দাম্পত্য শান্তি বিঘ্ন হবে। আপনার সন্তান-সন্ততির কারণে চিন্তা-উদ্বেগ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। কোন বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। অর্থক্ষয়, সম্মানহানি ইত্যাদি আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে সচেতনতা প্রয়োজন। দুর্ঘটনা, অগ্নিভয় ইত্যাদি থেকে সাবধানতা প্রয়োজন। ধর্মাচরণে মানসিক শান্তি ফিরে পেতে পারেন।
মকর রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার মধ্যম মানের থাকবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। চাকুরীজীবীরা কর্মস্থানে গুপ্তশত্রুতার শিকার হবেন সচেতনতা প্রয়োজন। কর্মহীন জাতক-জাতিকার নতুন কর্মসংস্থান সম্ভব। আপনার সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। নিজের ভুল সিদ্ধান্তের কারণে বড়-সড়ো বিপদের সম্মুখীন হবেন সচেতনতা প্রয়োজন। মানসিক সুখ-শান্তির অভাব অনুভব করবেন। নিঃসঙ্গ জাতক জাতিকার জীবনে নতুন সম্পর্ক আসবে। নতুন সম্পত্তি বিষয়ে শুভ হবে। বন্ধু-বান্ধবের সহযোগিতা অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
কুম্ভ রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাববোধ করবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকার সময়টা অত্যন্ত ভালো কাটবে; একে অপরের উন্নতিতে সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। পারিবারিক চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; দুর্ঘটনা, আর্থিক ক্ষতি গুরুজন বা প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ ইত্যাদির সম্মুখীন হবেন। আত্মীয়-বন্ধু আপনার সাথে প্রতারণা বা ছলনা করতে পারে সচেতনতা প্রয়োজন। অনৈতিক যে-কোন বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন।
মীন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে; শারীরিক সুস্থতার হার বৃদ্ধি করতে নিয়ন্ত্রিত দিনচর্যা প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। ব্যবসায়ীদের সময়টা অত্যন্ত সাফল্যজনক; ব্যবসা বৃদ্ধির সুযোগ পাবেন। পেশাজীবীদের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। আপনারা কোনো কারণে আইনি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সচেতনতা প্রয়োজন। আত্মীয়-বন্ধু আপনার সাথে শত্রুতা করবে তাই সকলের সাথে বুঝে মেলামেশা করবেন। আর্থিক সাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে; তবে আর্থিক সঞ্চয় তেমন হবে না। কোন কারনে মানসিক ভয়-উদ্বেগ শান্তি নষ্ট করবে। হঠকারী সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সচেতনতা প্রয়োজন। সপ্তাহের শুরুর দিকে চোট-আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।