%%sitename%%

জ্যোতিষ

সাপ্তাহিক রাশিফল

By admin

January 10, 2021

সাপ্তাহিক রাশিফল (১০ ই জানুয়ারী,২০২১ থেকে ১৬ ই জানুয়ারি, ২০২১)

মেষ রাশি; মেষ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানের উন্নতি সফলতা আপনার মানসিক প্রশান্তির কারন হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা আশানুরূপ সফলতা প্রদায়ী হবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাবে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের শত্রুতার শিকার হবেন। সপ্তাহের শেষের দিকে পুলিশি সমস্যার সম্মুখীন হবেন সচেতনতা প্রয়োজন। ছোটখাটো চোট-আঘাত বা দুর্ঘটনা হবে সচেতনতা প্রয়োজন। অপ্রিয় সত্য কথা বলে কার সাথে শত্রুতা করবেন না; পরে সমস্যায় পড়বেন। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গের কারণে খরচ বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণ সম্ভব।
বৃষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে; তবে নিয়ন্ত্রিত দিনচর্চা প্রয়োজন। শিক্ষার্থীদের বিদ্যাক্ষেত্রে সফলতার হার বৃদ্ধি পাবে; তবে বাজে বন্ধু সংসর্গ ত্যাগ করতে হবে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা আসবে এবং পারিবারিক কলহ হবে। দাম্পত্য জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে; তবে পতি বা পত্নীর স্বাস্থ্য চিন্তার কারন হবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার হ্রাস পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে; তবে ঋণ চিন্তার কারন হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। পেশামূলক কর্মজীবীরা অনুকূল সময় কাটাতে পারবেন না; সর্ববিষয়ে বাঁধার সম্মুখীন হয় সফলতা পাবেন। আর্থিক সঞ্চয় মনোনিবেশ করুন; বিলাসীতার কারণে খরচ বৃদ্ধি করবেন না।
মিথুন রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় সফলতার হার বৃদ্ধি পাবে; তবে উদ্যম প্রচেষ্টার অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দে কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের বিরূপ আচরণ আপনার মানসিক কষ্টের কারণ হবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা সাফল্যপ্রদায়ী। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা আশানুরূপ হবে না। যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুরুজনের পরামর্শে অবশ্যই নেবেন। ধর্মানুষ্ঠানে মন আকৃষ্ট হবে। সপ্তাহের মধ্যভাগে একাকীত্ব গ্রাস করবে। প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না সন্মানহানি হবে। বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবীর কারণে সমস্যায় পড়বেন সচেতনতা প্রয়োজন। ধর্মীয় স্থানে ভ্রমণ হবে।
কর্কট রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন এবং মানসিক উদ্বেগ দুশ্চিন্তা লেগেই থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতার হার মধ্যম মানের; অধ্যাবসায়ের সময় আরো বাড়াতে হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা মধুর কাটবে না; কলহ-বিবাদ লেগেই থাকবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর বিরূপ আচরণ মানসিক কষ্টের কারণ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং পদোন্নতি সম্ভব। পেশামূলক কর্মজীবীদের সময়টা অত্যন্ত সাফল্য প্রদায়ী; আর্থিক স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গ হবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে। আধ্যাত্বিক বিষয়ে মন আকৃষ্ট হবে। জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত কোন সমস্যা থেকে মুক্তি পাবেন।
সিংহ রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দদায়ক কাটবে; তবে সপ্তাহের শেষের দিকে কোন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে তবে কর্মস্থানে যোগ্যতানুযায়ী সফলতা আসবে না। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল যাবে। গুপ্তশত্রুতার কারণে জীবনে বিভিন্ন সমস্যার উদয় হবে। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের সহযোগিতায় অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।
কন্যা রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন ও শারীরিক অসুস্থতার কারণে খরচ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না; সম্পর্কে জটিলতা সৃষ্টি হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে; তবে পারিবারিক কলহ দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা সফলতা প্রদায়ী; আর্থিক স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে; তবে কোনো নতুন প্রকল্পে বিনিয়োগ খুব ভেবেচিন্তে করবেন। আত্মীয়-স্বজন বা প্রিয়জনের সাথে আনন্দের মুহূর্ত কাটবে। ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আপনার সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে।
তুলা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সপ্তাহে মধ্যভাগে মানসিক উদ্বেগ চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বি-মতের কারণে সমস্যার সম্মুখীন হবেন। ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর সহযোগিতায় সমস্যা মুক্তির পথ খুঁজে পাবেন। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা সফলতাপ্রদায়ী নয়। চাকুরিজীবীদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। আত্মীয়-স্বজন গুরুজন আপনার সাথে শত্রুতা করবে। ছোটখাটো চোট-আঘাত বা দুর্ঘটনা হবে সাবধানতা প্রয়োজন।
বৃশ্চিক রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের জীবনে সুখ-শান্তি ধীরে ধীরে ফিরে আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে এবং সম্ভাব্যস্থলে মনোমত কর্মস্থান পরিবর্তন ঘটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা সফলতা প্রদায়ী; তবে বিভিন্ন কারণে চিন্তা বৃদ্ধি পাবে। পরিবার পরিজনের সাথে ভ্রমণ হবে। আপনার সন্তানের উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে গুরুজন বা পিতা-মাতার সঙ্গে তর্ক বিবাদ হবে। খরচ বৃদ্ধির জন্য চিন্তা বৃদ্ধি পাবে। পরোপকার করার জন্য নিজেই বিপদে জড়িয়ে পড়বেন সচেতনতা প্রয়োজন। আধ্যাত্বিক বিষয়ে মন আকৃষ্ট হবে।
ধনু রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে; তবে নিয়ন্ত্রিত দিনচর্যা শারীরিক সুস্থতার হার বৃদ্ধি করবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বৃদ্ধি পাবে; তবে বাজে বন্ধু সংসর্গ ত্যাগ করতে হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দদায়ক কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, তবে পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে; কর্মক্ষেত্রে বিভিন্ন গোলযোগ চিন্তার কারন হবে। ব্যবসায়ীদের আশানুরূপ উন্নতি সফলতা আসবে না। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে গুরুজন প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। বাক-সংযম করবেন; অযথা কুবাক্য প্রয়োগ করে শত্রুতা তৈরি করবেন না। সপ্তাহের শেষের দিকে পরিবার পরিজনের সাথে আনন্দের মুহূর্ত কাটবে।
মকর রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার হ্রাস পাবে। ব্যবসায়ীদের উন্নতি সফলতা আশানুরূপ আসবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা সফলতাপ্রদায়ী নয়। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। যেকোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন; হঠকারী সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন সচেতনতা প্রয়োজন। সংযমিত জীবনযাপন প্রয়োজন। যে কোন ব্যাপারে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন সচেতনতা প্রয়োজন। বন্ধুবান্ধব আপনার উন্নতি সফলতাতে সহায়তা করবে। এই সপ্তাহে ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাবে; তবে দীর্ঘস্থায়ী কোন পুরনো অসুখ আবার কষ্ট দেবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার হ্রাস পাবে এবং পড়াশোনায় মনোযোগের অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম শুভ কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে। আপনার সন্তানের উন্নতি সফলতার হার বজায় থাকবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা চেষ্টানুপাতিক হবে না। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব সংঘর্ষজনক কাটবে; আর্থিক উন্নতিতে বাঁধা হবে। আপনারা মানসিক সুখ শান্তির অভাব অনুভব করবেন। আর্থিক খরচ বৃদ্ধি পাওয়ায় পারিবারিক কলহ হবে। পুলিশি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবেন সচেতনতা প্রয়োজন। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গের কারণে খরচ বৃদ্ধি পাবে।
মীন রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব বোধ করবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্থানে সফলতার হার বৃদ্ধি পাবে; তবে সপ্তাহের মধ্যভাগে পড়াশোনায় মনোযোগের অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না। দাম্পত্য জীবনে সুখ শান্তি হ্রাস পাবে এবং পতি বা পত্নীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার সন্তানের স্বাস্থ্যভঙ্গ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার হ্রাস পাবে; গুপ্তশত্রুতার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। পেশামূলক কর্মজীবীদের সময়টা অনুকূল কাটবে; তবে চেষ্টানুপাতিক আর্থিক স্বাচ্ছন্দ বৃদ্ধি হবে না। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকলেও কর্মস্থানে বিভিন্ন গোলযোগের শিকার হবেন। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করুন। সপ্তাহের শেষের দিকে মানসিক চাপ বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবীর দ্বারা সমস্যার সম্মুখীন হবেন সচেতনতা প্রয়োজন।