এক নজরে

উত্তরবঙ্গে রবিবার থেকে দুর্যোগ

By admin

August 28, 2020

কলকাতা ব্যুরো: নিম্নচাপ সরলেও বৃষ্টি এখনো পিছু ছাড়ছে না রাজ্যের। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবার নিম্নচাপ গেলেও এখন বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে অনেকদিন পরে টানা রোদ দেখে যাঁরা প্যাঁচপ্যাচে বৃষ্টি চলে গেল ভেবে খুশি হয়েছিলেন, তাঁদের সে আশায় একটু জল ঢেলে দিলো হাওয়া অফিসের সাম্প্রতিক বার্তা।

ছবিঃ সমীর মণ্ডল (ভাসছে ঘাটাল)

আবার গত সপ্তাহে টানা বৃষ্টি ও ভরা কোটালের জলে এখনো ভাসছে বহু এলাকা। কলকাতার বেহালা-ঠাকুরপুকুরের বহু অংশে এখনো বৃষ্টির জমা জলে ভাসছে রাস্তা। আবার নদীগুলির জল হু হু করে বাড়তে থাকায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, সবং বা দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথরপ্রতিমা, সাগরের বহু এলাকা জলমগ্ন হয়েছে। বাঁধ ভেঙ্গেছে বহু নদীর। আবার মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায় তুমুল ভাঙ্গন শুরু করেছে গঙ্গা ও অন্য কয়েকটি নদী।