কলকাতা ব্যুরো: শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। কবে থেকে জাঁকিয়ে পড়তে চলেছে শীত? এখন সেই দিকে তাকিয়ে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে রাতের দিকে তাপমাত্রা আরও নামতে পারে।

চলতি বছর স্বাভাবিকের থেকে দেরিতেই বিদায় নিয়েছে বর্ষা। উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। ভোর এবং সন্ধ্যে গড়াতেই অনুভূত হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব। ভাই ফোঁটাও কেটেছে শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের প্রশ্ন, কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। তবে দিনের বেলা শুষ্ক আবহাওয়ার দরুন অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বেশি শীত অনুভূত হবে।

ইতিমধ্যেই দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপামাত্রা নেমেছে ৭.৯ ডিগ্রির নীচে। পাহাড়ের তাপমাত্রা আগামী দিনে আরও কমতে পারে, জানা যাচ্ছে এমনটাই। দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নামতে পারে।

শহরের আকাশ থাকবে পরিষ্কার। রাতের দিকে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কম। সকালের দিকে মনোরম পরিবেশ থাকবে। হালকা ঠান্ডা অনুভূত হবে সকাল, সন্ধ্যা এবং রাতে। ভোরের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন।

পুরুলিয়া, দুই মেদিনীপুর, বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল ২০ ডিগ্রির নীচে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও নামতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরব সাগর এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু ও কর্ণাটক উপকূলে। নিম্নচাপ ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাডু করাইকাল এবং কেরালাতে।

Share.
Leave A Reply

Exit mobile version