এক নজরে

Weather Updates: বছর শেষে বৃষ্টির পূর্বাভাস

By admin

December 29, 2021

কলকাতা ব্যুরো: বছর শেষে ঠাণ্ডার বদলে ফের বৃষ্টি। ডিসেম্বরের শেষেও পিছু ছাড়লো না বৃষ্টি। আবহাওয়া অফিস পূর্বাভাসে তারই ইঙ্গিত দিয়েছে। আংশিক মেঘলা আকাশে এবার বৃষ্টির ধারাপাত। বুধবার মুর্শিদাবাদ, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলি। এমনকি কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের কারণে এই অকাল বৃষ্টি।

মঙ্গলবার সর্বোচ্চ ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৫% এবং ৫২% ৷ বুধবারও আকাশ আংশিক মেঘলা থাকবে।

বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। গত কয়েকদিনে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী ছবিতে শীতের প্রত্যাবর্তন নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাওয়া অফিসের ইঙ্গিত, নতুন বছরের প্রথম দু’দিন পরেই ঠাণ্ডা ফিরবে তার পরিচিত ছন্দে। তাই বর্ষবিদায় এবং বরণ শহরের উষ্ণতম দিনেই করতে হবে।