এক নজরে

ভ্যাপসা গরম সঙ্গী দক্ষিণবঙ্গবাসীর

By admin

August 23, 2021

কলকাতা ব্যুরো: রবিবার দিনভর ভ্যাপসা গরম ও প্রচণ্ড অস্বস্তির পর সোমবারও দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়ার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বিকেলের দিকে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টি নামতে পারে৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একইভাবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ একইরকম থাকবে।

সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ।