এক নজরে

Weather Updates: আগামী সপ্তাহেই রাজ্যে দাপুটে ইনিংস শুরু করবে শীত

By admin

December 10, 2021

কলকাতা ব্যুরো: নিম্নচাপের কারণে বারবার বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টিও। ফলে রাজ্যে প্রবেশ করেও ধরা দেয়নি শীত। আবহাওয়ারা এই খামখেয়ালিপনায় মুখভার শীতবিলাসীদের। কবে জাঁকিয়ে শীতের দেখা মিলবে, তা জানার অপেক্ষায় তাঁরা। তবে সমস্ত শীতপ্রেমীদের জন্য সুখবর।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকেই রাজ্যে ব্যাটিং শুরু করবে শীত। এক ধাক্কায় অনেকটা নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবাবের মধ্যে কলকাতার তাপমাত্রা নামবে তিন থেকে চার ডিগ্রি। তিলোত্তমার সর্বনিম্ন তাপামাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। ফলে জেলার তাপমাত্রা নামবে আরও বেশি। তা ঘোরাফেরা করতে পারে ১২ ডিগ্রির আশেপাশে।

তবে শুক্রবার সকালেও মুখভার আকাশের। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তুরে হাওয়া ও পশ্চিমি ঝঞ্জার সংঘাতের কারণে মেঘলা আকাশ। বৃহস্পতিবার গভীররাতে বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। তবে শুক্রবার বেলা বাড়তেই দেখা মিলবে রোদের। শনিবার থেকেই ধীরে ধীরে অনুভূত হবে শীতের আমেজ। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে চলতি বছরে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে প্রবেশ করেছিল শীত। ভোর ও রাতে অনুভূত হচ্ছিল ঠাণ্ডা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। নিম্নচাপের দাপটে বারবার বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। বৃষ্টিতে ভিজেছে বাংলা। ফলে উধাও হয়েছে শীতের আমেজ। তবে অবশেষ ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন আমজনতা।