কলকাতা ব্যুরো: একে রামে রক্ষে নেই, তারওপর সুগ্রীব দোসর। হ্যাঁ, এমনই খবর শোনালো আবহাওয়া দফতর। কয়েকদিন আগে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ কার্যত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অংশ ৷ তার মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বুধবার থেকে শুক্রবার (৪ থেকে ৬ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। সেইসঙ্গে বৃহস্পতিবার নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তের জেরে বুধ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
যদিও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে। এই অক্ষরেখা গয়া থেকে মালদার উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শহরের আকাশ আজ মূলত মেঘলা থাকবে।
এদিকে বৃষ্টি হলেই জল জমার দুশ্চিন্তা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। কয়েকদিন আগে প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায়। জলের তলায় চলে গিয়েছিল মহানগরীর বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত জলমগ্ন হুগলি, হাওড়া, মেদিনীপুর ও বর্ধমানের ১ বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জল আগে থেকে ছিল, উড়ে এসে জুড়েছে বাঁধের জল। আর বুধবার থেকে আবার নয়া সংযোজন আবহাওয়ার পূর্বাভাস। সব মিলিয়ে বৃষ্টি আতঙ্কে জেরবার রাজ্যবাসী।