কলকাতা ব্যুরো: গত দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে গড়ে ২ ডিগ্রি করে। এখন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বেশ মালুম হচ্ছে শীতের আমেজ। যদিও বেলা বাড়ার সাথেসাথে তা উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেব, সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি বা তার নিচে। জেলার ক্ষেত্রে আরো নিচে নামার সম্ভাবনা।

এখনো বাতাসে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে দিনের বেলায় আদ্রতা জনিত একটি অস্বস্তি থাকছে। যার ফলে দিনের বেলায় সেভাবে মালুম হচ্ছে না শীতের অনুভূতি। যদিও আগামী ৪-৫ দিনের মধ্যে জলীয় বাষ্পের পরিমান কমবে বাতাসে। তার ফলে আরো বেশি পরিমাণে অনুভূত হবে শীত। এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯০ শতাংশের বেশি।

কিন্তু তাপমাত্রার পারদ নামার পাশাপাশি কলকাতায় বেড়েছে বায়ু দূষণের পরিমান। এমনিতেই শীতকালে বায়ু ভারী থাকার কারণে বায়ু দূষণ বাড়ে। কিন্তু এর মধ্যেই কলকাতায় যথেষ্ট হারে বাড়তে শুরু করেছে দূষণ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রটিতে একিউআই ছিলো ৩০০-র বেশি। ভিক্টোরিয়া মেমোরিয়াল এও দূষণের মাত্রা মাত্রার চেয়ে বেশি। স্বভাবতই কোভিড আবহে এবছর বিশেষ দুশ্চিন্তা থাকছে শহরের বায়ু দূষণ নিয়ে।

Share.
Leave A Reply

Exit mobile version