কলকাতা ব্যুরো: আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ২০ সেপ্টেম্বর থেকে তারপরের অন্তত তিন দিন বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এ রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সে ক্ষেত্রে ২০ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে বলা হয়েছে। যদি কোন মৎস্যজীবী এখন গভীর সমুদ্রে গিয়ে থাকেন, তাহলে তাদের ২০ সেপ্টেম্বর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলার নদী ও সমুদ্রের আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version