কলকাতা ব্যুরো: ২০ দিনের মাথায় প্রকাশিত হল এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। মোট ৬৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ব়্যাঙ্ক পেয়েছেন ৯৯.৫ শতাংশ পরীক্ষার্থী অর্থাৎ সংখ্যার নিরিখে যা ৬৪ হাজার ৮৫০ জন। এঁরা প্রত্যেকেই কাউন্সেলিংয়ে অংশ গ্রহণ করতে পারবেন বলে বোর্ড সভাপতি জানিয়েছেন।

দেখে নেওয়া যাক এক নজরে প্রথম দশে কারা আছে—

প্রথম হয়েছে পাঞ্চজন্য দে। রহড়া রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

দ্বিতীয় হয়েছে সৌম্যজিৎ দত্ত। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

তৃতীয় ব্রতীন মণ্ডল। শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

চতুর্থ অঙ্কিত মণ্ডল। এমসি কেজরীবাল বিদ্যাপীঠ, লিলুয়া, হাওড়া। আইএসসি

পঞ্চম গৌরব দাস। নারায়ানা ই টেকনো স্কুল। সিবিএসই।

ষষ্ঠ আযুষ গুপ্তা। দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি কলকাতা। সিআইএসসিই।

সপ্তম ঋতম দাসগুপ্ত। আর্মি পাবলিক স্কুল কলকাতা। সিবিএসই।

অষ্টম সপ্তাশ্ব ভট্টাচার্য। বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল, নরেন্দ্রপুর। সিবিএসই।

নবম ঋষি কেজরীবাল।সেন্ট স্টিফেন স্কুল, দমদম। সিআইএসসিই।

দশম সৌহার্দ্য দত্ত। বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, ১৩ আগস্ট এবার কাউন্সিলিং শুরু হবে, যা শেষ হবে ১১ সেপ্টেম্বর। কাউন্সেলিংয়ের যাবতীয় তথ্য জয়েন্ট্র এন্ট্রাস বোর্ডের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। বোর্ডের তরফে সফল পরীক্ষার্থীদের কাউন্সেলিং পুস্তিকা ভাল করে পরে দেখার আবেদন জানানো হয়েছে। কাউন্সেলিংয়ের জন্য অন্তত একবার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
বোর্ডের তরফে আগেই ঘোষণা করা হয় যে, শুক্রবার দুপুর সাড়ে তিনটে থেকে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর ‘Rank card of WBJEE-2021’ ফাইলটি ডাউনলোড করলেই মিলবে জয়েন্টের ফলাফল। wbjeeb.nic.in এবং wbjeeb.in – এই দু’টি ওয়েবসাইটের যে কোনও একটিতে ঢুকলেই পরীক্ষার্থীরা জয়েন্টের ফলাফল জানতে পারবেন।

প্রসঙ্গত, করোনা আবহে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা আবহে বিধি মেনে জয়েন্ট প্রবেশিকায় প্রথম সশরীরে পরীক্ষা দেয় ছাত্র-ছাত্রীরা।

Share.
Leave A Reply

Exit mobile version