কলকাতা ব্যুরো: বুথ দখল নিয়ে অশান্তি। আসানসোলে মাথা ফাটল ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর। অভিযোগ, তৃণমূল বুথ দখল করার চেষ্টা করলে বাধা দিতে যান ওই বিজেপি প্রার্থী। তারপরই দুই দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় মাথা ফেটে যায় ওই বিজেপি প্রার্থীর। ঘটনাটি ঘটেছে আসানসোলের সিধু কানু স্কুলে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সকাল থেকেই আসানসোল পুরনিগমের বিভিন্ন বুথে অশান্তির অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে পুলিস বুথে ঢুকতে বাধা দেয় বলে দাবি করেছে গেরুয়া শিবির। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির দাবি, ‘বহিরাগতদের দিয়ে ভোট করাচ্ছে তৃণমূল। অবাধে ছাপ্পা চলছে। পাল্টা জিতেন্দ্রর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে তৃণমূল।
ভোট চলছে রাজ্যের চার পুরনিগমে। চারটি পুরনিগম মিলিয়ে মোট ওয়ার্ড ২১৭টি। যার মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ড রয়েছে আসানসোলে, ১০৬টি। ৪ পুরনিগমে মোট ভোটার ১৯ লক্ষ ৩৬ হাজার ৪৬২ জন। প্রত্যেক পুরনিগমের জন্য ৪ জন সাধারণ পর্যবেক্ষক এবং ১ জন বিশেষ পর্যবেক্ষক রয়েছেন। নিরাপত্তার জন্য প্রতিটি বুথের ভিতরে এবং বাইরে চলছে সিসিটিভির নজরদারি।