কলকাতা ব্যুরো: প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই মুহূর্তে এসএসকেএমের আইসিউতে রয়েছেন তিনি। রবিবার চেকআপের জন্য এসএসকেএমের উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। কথা ছিল সোমবার তাঁর সব রকম চেকআপ হবে। এর মধ্যেই রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে কার্ডিওলজি আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে ঠিক কী কারণে শ্বাসকষ্ট তা পরীক্ষার পরেই জানা যাবে বলে জানান চিকিৎসকরা ৷
পরিবার সূত্রে খবর, এমনিতেই কয়েকদিন ধরে সুব্রতবাবুর শরীর ভাল যাচ্ছিল না। দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছেন তিনি। মাঝেমধ্যেই শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তাঁর। আর সে কারণেই নির্দিষ্ট সময় অন্তর চেকআপে যেতেন। রবিবারও সে কারণেই ভর্তি হয়েছিলেন তিনি।
পুজো চলাকালীনও অসুস্থ ছিলেন মন্ত্রী অথচ এই অসুস্থতার মধ্যেই বারবার মণ্ডপে গিয়ে পুজোর কাজকর্ম চালিয়ে গিয়েছেন তিনি। চিকিৎসকরা মনে করছেন এই অনিয়মের কারণে তাঁর শ্বাসকষ্ট বেড়েছে৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন মন্ত্রী। তবে যেহেতু মাঝেমধ্যেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা হয়, তাই চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।