এক নজরে

শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে

By admin

December 16, 2020

কলকাতা ব্যুরো: গার্ডেনরিচে জল প্রকল্পের মেরামতির কাজের জন্য শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। কলকাতা পুরসভার তরফে এই খবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, আগামী শনিবার সকাল ১০টা থেকে বন্ধ থাকবে জল সরবরাহ। রবিবার সকাল থেকে আবার স্বাভাবিক হবে জল সরবরাহ। ওই দিন জল সরবরাহ বন্ধ থাকবে কালিঘাট, রানিকুঠী, বাশদ্রোনী, বেহালা, সিরিটি, চেতলার বুস্টার পাম্পিং স্টেশন থেকে। যার ফলে প্রভাব পড়বে গার্ডেনরিচ, বেহালা, বজবজ, টালিগঞ্জ, যাদবপুর, মহেশতলার বিস্তীর্ণ অংশে।