কলকাতা ব্যুরো: এখনো জল শুন্য করা যায়নি দুর্গাপুরের লক গেটের জলাধার। তা সম্পূর্ণভাবে জল শুন্য না করা গেলে, পুরোপুরি মেরামত করা যাবে না ৩১ নম্বর লক গেটটি। তা মেরামতের পর ফের জল ভরতে হবে ডি ভি সির ওই জলাধারে। মাইথন জলাধারের থেকে জল এনে তা ভর্তি করতে প্রায় ৩৫ ঘন্টা সময় লাগবে বলে মনে করছেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। ফলে বৃহস্পতিবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
ইতিমধ্যেই জলসঙ্কট শুরু হয়ে গিয়েছে দুর্গাপুর ও বাঁকুড়ার বেশ কিছু এলাকায়। দুর্গাপুরের মেয়র জানান, ট্যাংকারের সাহায্যে শহরের ১০০ টি পয়েন্টে জল দেওয়া হবে। প্রতিটি ট্যাঙ্কে থাকবে ৩ হাজার লিটার জল। দিনে চারবার করে জল সরবরাহ করবে সেগুলি। যদিও সে কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জলের এভাবে বন্ধ রাখতে হয়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট।