এক নজরে

Flying Protocols Reviewed: বিপিন রাওয়াতের মৃত্যুর জের!

By admin

December 18, 2021

কলকাতা ব্যুরো: দেশের প্রথম সেনা সর্বধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ১২ জন সেনাকর্তার প্রয়াণের পর অবশেষে নড়েচড়ে বসলো ভারতীয় বায়ুসেনা। তামিলনাড়ু চপার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পরই বায়ুসেনা সিদ্ধান্ত নিয়েছে, এবার ভিভিআইপিদের কপ্টার ওড়ার প্রটোকল বদলানো হবে। ভিভিআইপিদের চপার ওড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও পোক্ত করা হবে বলে জানালেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী। তিনি জানিয়েছেন পাকিস্তান ও চিন আমাদের ক্রমাগত হুমকি দিয়ে চলেছে, আর সেই কারনেই আরও জোরদার করা হচ্ছে প্রোটকল।  

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে এক চপার দুর্ঘটনায় প্রয়াত হন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ওই চপারে সওয়ার ১৪ জনের প্রত্যেকেই প্রয়াত হয়েছেন। সুলুরের সেনা ছাউনি থেকে ভারতীয় বায়ুসেনার এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। নীলগিরি পর্বতের নানজাপ্পান চাথীরামের কাত্তেরি পার্কের জঙ্গলে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় কপ্টারে।

রাওয়াতের কপ্টার দুর্ঘটনার পর বায়ুসেনাকে বহুরকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। MI-১৭V৫-এর মতো চপার যেকোনও পরিস্থিতি সামলাতে সক্ষম। অত‌্যাধুনিক রুশ কপ্টারটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না এবং অভাব ছিল না রক্ষণাবেক্ষণেরও। সেনা সর্বাধিনায়ক সওয়ার হবেন বলে কপ্টারটির যান্ত্রিক দিক তিনবার নিরীক্ষণ করা হয়। সাড়ে ১৩ হাজার কেজি ওজন বহনে সক্ষম, ‘ওয়েদার রেডার’ সম্পন্ন কপ্টারটি ভেঙে পড়ার পিছনে গ্রহণযোগ্য কোনও যুক্তি এখনও মেলেনি। ফলে ওই দুর্ঘটনা ঘটার পিছনে কারও গাফিলতি বা অন্তর্ঘাত ছিল কিনা সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই নাকি বায়ুসেনা ভিভিআইপিদের চপার ওড়ার প্রটোকল পরিবর্তন করতে চাইছে।

শনিবার বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী জানিয়েছেন, ”তামিলনাড়ু চপার দুর্ঘটনার পর ভিভিআইপি প্রটোকলগুলি পুনর্বিবেচনা করা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে সব ধাপই ক্ষতিয়ে দেখা হবে। আমরা চিন এবং পাকিস্তান থেকে আসা বিপদ সম্পর্কে অবহিত।” বায়ুসেনার বক্তব্য, গত কয়েক বছরে প্রযুক্তিগত বেশ কিছু বদল এসেছে। যার ফলে ভিভিআইপি চপার ওড়ার প্রটোকলে বদল আনা দরকার।