কলকাতা ব্যুরো: গ্রীষ্মে হাসপাতাল গুলির রক্ত সংকট কাটাতে এগিয়ে এলেন দুর্গাপুর ভলেন্টির্স ব্লাড ডোনার্স ফোরাম l আজ বীর অমর শহীদ ভগৎ সিংহ, সুকদেব ও রাজগুরুর মহান আত্মবলিদান দিবসে দুর্গাপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সহযোহিতায় দুর্গাপুর বিধান ভবনে নয় জন মহিলাসহ ২৯ জন রক্তদান করেন l যুবশক্তির উদ্যোগে বেনাচিতি গুরুদুয়ারা রোডের কিশোলয় সংঘে পাঁচ জন মহিলা সহ ২৫ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীরা l
Previous Articleনতুন রুটেই চলছে কয়লা পাচার
Next Article দুনিয়াতে চতুর্থ সৈন্য শক্তি ভারতের, শীর্ষে চিন