এক নজরে

বৈষ্ণোদেবী মন্দির যেতে ১৫ অক্টোবর থেকে দিনে সাত হাজার ভক্তকে অনুমতি

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: নবরাত্রির জন্য ১৫ অক্টোবর থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার জন্য সাত হাজার করে ভক্তকে প্রতিদিন ওঠার অনুমতি দেবে প্রশাসন। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, মাতা বৈষ্ণ দেবি শিরনী বোর্ড। বোর্ডের বক্তব্য অনুযায়ী, গত বছর পাঁচ হাজার করে ভক্তকে একদিনে ওপরে ওঠা অনুমতি দেওয়া হতো। কিন্তু এবার তা দু হাজার করে বাড়ানো হয়েছে। বৈষ্ণোদেবী মন্দির ত্রিকুট পাহাড়ের উপরে জম্মু এবং কাশ্মীর এর অন্তর্গত।এবছর নবরাত্রি শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে। চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এ বছর ১৫ অক্টোবর থেকেই কাটরা থেকে পালকি করে ওপরে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বোর্ড।তবে এবছর করোনার বিধি মেনে ভক্তদের যাওয়ার জন্য গাইডলাইন তৈরি করছে বোর্ড।বৈষ্ণোদেবী মন্দির ভক্তদের যাওয়া এবং সেখানে খাওয়ার জন্য ফ্রী কমিউনিটি কিচেনের ব্যবস্থা থাকছে তারা কোর্ট মারগ এবং প্রসাদ কেন্দ্র সঞ্জীব চটে।