কলকাতা ব্যুরো: বিশ্বভারতীতে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিলেন বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত। বুধবার রাজ্যসভায় অধিবেশনে তিনি এই প্রস্তাব দেন। আগস্টে বিশ্বভারতীর পৌষ মেলা মাঠে পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের শাসক দলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়, তা নিয়ে প্রবল আলোড়ন পড়ে যায় সারা দেশে।
তারও আগে সিএএ নিয়ে একটি আলোচনায় বিশ্বভারতীতে বক্তব্য রাখতে গিয়ে ঘেরাও হয়েছিলেন সাংসদ স্বপন দাশগুপ্ত। পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে গোলমাল হয় তারপর। রাজ্য পুলিশ বিশ্বভারতীর ভিতর আগে থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের তারপরেই তুলে নেয়। এই অবস্থায় কার্যত নিরাপত্তাহীন বিশ্বভারতীকে নিরাপত্তা দিতে তাই কেন্দ্রীয় বাহিনী সেখানে দেওয়ার প্রস্তাব দিলেন স্বপন দাশগুপ্ত।