কলকাতা ব্যুরো : যুদ্ধের আগের দিন বিরাট কোহলির জন্মদিনে ফুরফুরে মেজাজ ব্যাঙ্গালোর শিবিরে। বিরাট কোহলিকে বার্থডে বয় বলে সম্বোধন করলেন অনুষ্কা শর্মা। জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন। হার্ট ইমোজি দিয়ে ভালোবাসার বার্তা দিয়েছেন অনুষ্কা।
মা হতে চলা অনুষ্কা বিরাটের গালে এঁকে দিয়েছেন ভালোবাসার স্নেহের চুম্বন। জড়িয়ে ধরা অবস্থায় একগাল হাসি। বার্থডে বয়ের সতীর্থদের কেক মাখামাখি হয়েছে বিরাটের মুখে। বৃহস্পতিবার ভারতের অধিনায়ক ৩২ এ পা দিলেন। সতীর্থদের সঙ্গে কেক কেটে পরিবেশন করলেন। পাশে দাঁড়ানো আনুশকা-বিরাট কে খাইয়ে দিলেন কেকের টুকরো। বিরাটের ক্ষেত্রেও অনুশকাকে প্রথমে খাওয়ানোর অন্যথা হয়নি। দুবাইয়ে এই সব ছবি শেয়ার করেছেন অনুষ্কা তার ইনস্টাগ্রাম একাউন্টএ।