কলকাতা ব্যুরো : বাইকে ধাক্কা মেরে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সেই বাইক আরোহীর মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে উঠল কেষ্টপুর- বাগুইহাটি এলাকা। শুক্রবার সকালে এই দুর্ঘটনার পর ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দমদম থেকে যাত্রী নিয়ে উল্টোডাঙার দিকে আসছিল বাসটি। সে সময় কেষ্টপুরের কাছে বাসটি একটি বাইকে পিছন থেকে ধাক্কা দেয়। তার পরেই বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন ধরে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ওই যাত্রীর মৃত্যুর খবর আসায় এলাকার লোক ব্যাপক বিক্ষোভ শুরু করে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। এরইমধ্যে বাসের চালক ও কন্ডাক্টর গা ঢাকা দেন।
আজ সকালে এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা দিকে যাচ্ছিল বারাসাত-বারুইপুর রুটের একটি বেসরকারি বাস। কেষ্টপুর মোড়ের কাছে একটি বাইক দাঁড়িয়েছিল। সজোরে বাইকে এসে ধাক্কা মারে বাসটি। এর ফলে বাইক আরোহী ছিটকে পড়ে যান। বাইকটি চলে যায় বাসের নিচে। মুহুর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে বাস থেকে নেমে আসার চেষ্টা করেন সমস্ত যাত্রীরা। সমস্ত যাত্রী নিরাপদে নেমে আসতে পারলেও গোটা বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। বাসের নিচে থাকা বাইকটি ও সম্পূর্ণ পুড়ে যায়।
পুলিশ জানিয়েছে, অয়েল ট্যাংকারের তেল বেরিয়ে এসে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী। তাকে উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অফিস টাইমে বিক্ষোভ যানজট তৈরি হয় ভিআইপি রোডে।