এক নজরে

#AnisKhan: আনিস খানের গ্রামে ঢোকার পথে “গো ব্যাক” স্লোগান

By admin

March 25, 2022

কলকাতা ব্যুরো: আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার মাঝরাস্তায় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। ব্যাপক জনরোষের মুখে পড়ে গন্তব্যে যেতে না পেরে বাধ্য হয়ে কলকাতায় ফিরতে বাধ্য হন তিনি।

গ্রামবাসীদের প্রশ্ন, কেন ঘটনার ৪২ দিন পর গ্রামে আসতে গেলেন ফিরহাদ? শেষমেশ জনতাকে শান্ত করে বাড়তি পুলিশি সুরক্ষা দিয়ে মন্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু সেখানে প্রবেশের আগেই রাস্তায় তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা।  ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।

জানা গিয়েছে, বিক্ষোভের জেরে গাড়ি থেকে নামতেই পারেননি মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দেহরক্ষীরা বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করেন।  কিন্তু তাতেও লাভ বিশেষ কিছু হয়নি। কোনওক্রমে জনতার ভিড় সরিয়ে মন্ত্রীর গাড়ি এগিয়ে যেতে চাইলেও বাধা দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বাড়তি বাহিনী নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ভিড় সরিয়ে তাঁর গাড়ি এগোনোর চেষ্টা করলে ফের বাধার মুখে পড়েন। সেখানেই গাড়ি থেকে নেমে পড়েন ফিরহাদ হাকিম। জনগণের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁর কোনও কথাই শুনতে চাননি কেউ। বারবার তাঁরা জানতে চান, কেন আনিস খানের মৃত্যুর এতদিন পর সেই গ্রামে এলেন মন্ত্রী? কোনও রাজনীতি, সহানুভূতি চাই না, বিচার চাই– স্থানীয়রা এই দাবিতেও সরব হন। 

উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে আমতার খাঁ পাড়ায় তল্লাশির নামে ছাত্র নেতা আনিস খানের বাড়িতে গিয়েছিল পুলিশের একটি দল। তারপরই আচমকা ছাদ থেকে পড়ে আনিসের মৃত্যুর খবর মেলে। অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেই এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল তাঁর। যদিও তা নিয়ে তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করে দ্রুত দোষীদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। ঘটনাচক্রে বহু জল গড়ালেও এখনও লাভের লাভ কিছুই হয়নি। রাজ্যের উপর আস্থা রেখেই চোখের জল, আর মনের আগুনকেই বুকে আঁকড়ে সুবিচারের আশায় অপেক্ষারত আনিসের পরিবার। ইতিমধ্যে বিরোধীরা রাজ্য সরকারের ব্যর্থতাকে ইস্যু করে সরব হয়েছেন। দাবি উঠেছে সিবিআই তদন্তেরও। ইতিমধ্যে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

আনিস হত্যা নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য। এরই মাঝে ফিরহাদ হাকিম সেই গ্রামে যাওয়ায় জনরোষ যেন আছড়ে পড়লো।