এক নজরে

দেবী বরণ থেকে বিসর্জন – টুকরো ছবি

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: সিঁদুর দান, দর্পণে মুখ দেখা থেকে শুরু করে বিসর্জন এর আগে দেবীকে বরণ- সবই হলো সোমবার সকাল থেকে। এবার দশমী তিথি রবিবারে পড়ে যাওয়ায় সকাল থেকেই শুরু হয়ে গেছিল বিসর্জনের উপাচার।

বনেদি বাড়ি থেকে শুরু করে ছোট পুজোর উদ্যোক্তারা সকলেই প্রস্তুতি নিয়েছেন বিসর্জনের। কিন্তু সিঁদুর খেলার যেহেতু এবার কোন সুযোগ রাখেনি হাইকোর্ট, তাই শুধুমাত্র একে অপরকে সিঁদুর দিয়েই মহিলারা এবারের মত শেষ করেছেন বিজয়ার অন্যতম আচার সিঁদুর দান। কলকাতা শহরে বিসর্জনের আগে দেবী বরণ থেকে শুরু করে নানা উপাচারের ছবি ক্যামেরাবন্দি করেছেন আমাদের চিত্রসাংবাদিক কুন্তল চক্রবর্তী।