কলকাতা ব্যুরো: গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির বিজয় রূপানি ৷ সংগঠনের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে রবিবার ৷

প্রসঙ্গত, শনিবার সকালে রাজ্যপাল আচার্য দেবরতের বাড়িতে যান বিজয় রূপানি ৷ সঙ্গে ছিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল ও মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ৷ সেখানেই রাজ্যপালের হাতে তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দেন ৷ এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের জন্য উন্নয়নের জন্য কিছু করার সুযোগ পেয়েছি ৷”

এদিকে পরের বছরই গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তার আগে এভাবে মুখ্যমন্ত্রীর ইস্তফা নানা প্রশ্ন তুলে দিচ্ছে ৷ যদিও, ইস্তফা দেওয়ার কারণ কী, সেই বিষয়ে তিনি কিছু জানাননি রূপানি ৷ শুধু বলেন, ‘‘সময়ের পরিবর্তনের সঙ্গে দায়িত্ব বদলায় ৷ এতদিন মুখ্যমন্ত্রীর পদ সামলেছি ৷ এখন অন্য কেউ সামলাবে। এখন সংগঠনের হয়ে কাজ করব ৷’’

এখন প্রশ্ন হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ কে সামলাবেন? পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে রবিবার ৷ জানা যাচ্ছে, দুই-তিনদিনের মধ্যেই নাম প্রকাশ করবে বিজেপি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনজনের নাম শোনা যাচ্ছে ৷ তাঁরা হলেন ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পৌরষোত্তম রূপালা ও মনসুখ মাণ্ডব্য।

উল্লেখ্য, ২০১৭ সালে দ্বিতীয়বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন বিজয় রূপানি ৷ ২০১৬ সালে আনন্দীবেন প্যাটেলের ইস্তফার পর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন রূপানি ৷ এরপর তাঁর নেতৃত্বে ২০১৭-এর বিধানসভা নির্বাচনে গুজরাতে ফের ক্ষমতায় আসে বিজেপি ৷ এরপর তিনিই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ কিন্তু, মেয়াদ শেষ হওয়ার আগে ইস্তফা দিলেন তিনি ৷

Share.
Leave A Reply

Exit mobile version