কলকাতা ব্যুরো: সামনেই মধ্য প্রদেশের ২৮ টি বিধানসভার আসনের উপনির্বাচন। তার আগে বিজয়া রাজে সিন্ধিয়ার নামাঙ্কিত ১০০ টাকার স্মারক কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটি প্রকাশ করে মোদী যেমন রাজমাতার স্মৃতিচারণ করেন, তেমনই মধ্য প্রদেশের রাজনীতিতে সিন্ধিয়া পরিবারের কথা উল্লেখ করেন।জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তার অনুগামীরাও কংগ্রেস ছাড়েন। শূন্য হয় ২২ টি বিধানসভা কেন্দ্রের আসন। পতন ঘটে কমল নাথ সরকারের। সামনেই ওই রাজ্যে বিধানসভার মোট ২৮ আসনে উপনির্বাচন। তার আগে মোদীর এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ।
মাধাবরাও সিন্ধিয়া যখন কংগ্রেসের প্রথম সারির নেতা তখনই বিজেপিতে যোগ দেন তার মা বিজয় রাজে। গোয়ালিয়রের রাজবাড়ি স্পষ্টতই রাজনীতির ক্ষেত্রে দু’ ভাগ হয়ে যায়। পরবর্তী কালে মাধ্বরাওয়ের বোন বসুন্ধরা রাজে সিন্ধিয়া বিজেপিতে যোগ দিলেও জ্যোতিরাদিত্য ছিলেন কংগ্রেসেই। কিন্তু তিনিও বিজেপিতে যোগ দেওয়ায় এখন গোয়ালিয়রের রাজবাড়ি বিজেপিরই দখলে।