এক নজরে

সেনার বিজয় দিবসে হাজির থাকবে বাংলাদেশ

By admin

December 05, 2020

কলকাতা ব্যুরো: ভারতীয় সেনা চিনকে নিয়ে চিন্তিত নয়, কলকাতায় বললেন পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল ভি শ্রীহরি। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতীয় সেনা প্রতি মূহুর্তে যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। শুধুমাত্র ডোকালাম নয়, সব ক্ষেত্রেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করবে। কলকাতায় শনিবার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল ভি শ্রীহরি বলেন, আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হবে। এবছর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ৩০ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৬জন প্রতিনিধি বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। তবে করোনা পরিস্থিতির কারণে এবছরের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সাধারণ মানুষের জন্য যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

অন্যদিকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানিয়েছেন, এবছর বিজয় দিবসের পঞ্চাশ বছর। তাই বিশেষভাবে দিনটি পালন করা হবে। এছাড়া বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীও পালন করা হচ্ছে। তবে কোভিড অতিমারির জন্য সব অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে করা হচ্ছে এবং ফোর্ট উইলিয়ামে এবছর বাংলাদেশ থেকে বিশিষ্ট অতিথিরা আসছেন না বলে তৌফিক হাসান জানিয়েছেন।