এক নজরে

বিদ্যাসাগর নিয়ে তরজা জারি

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: গত বছরের লোকসভা নির্বাচনের আগে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা নিয়ে যে তরজা শুরু হয়েছিলো, তা এখনো পুরোমাত্রায় জারি রয়েছে।

এদিন বিদ্যাসাগরের ২০০ তম বর্ষ পূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইট করেন, সেখানে তিনি বিজেপির নাম না করে ওই ঘটনার কথা মনে করিয়ে দেন। মমতা লেখেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে ২০১৯ সালে কিছু বহিরাগত তাঁর আবক্ষ মূর্তি ভেঙেছিলো।

এদিন বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়, নির্বাচনের সময় তৃণমূল নিজে ওই কাজ করে তার দায় বিজেপির ওপর চাপিয়েছিলো। ক্ষমতায় আসার পর ওই ঘটনার তদন্ত করবে বিজেপি।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের কাছ থেকে আমাদের বিদ্যাসাগর সম্পর্কে শিখতে হবে না। ভবিষ্যতেও মানুষ বিদ্যাসাগর কে পুজো করবেন। কিন্তু ওই ঘটনার জন্য তৃণমূলকে ঘৃণা করবে।
রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, দেরিতে হলেও মমতা যে বিদ্যাসাগরের গুরুত্ব বুঝেছেন এটা ভালো।