কলকাতা ব্যুরো: শোনা যাচ্ছে, ডিসেম্বরই নাকি বসতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। তাঁর আগেই চুপিচুপি বাগদান সারলেন ভিকি-ক্যাটরিনা। সূত্রের খবর, পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই তাঁদের এনগেজমেন্ট সারলেন ভিকি-ক্যাটরিনা।

ক্যাটরিনা পরিচালক কবীর খানের সঙ্গে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় এর মতো হিট ছবি করেছেন। আসলে কবীরকে ক্যাট তাঁর ভাই পাতিয়েছেন, সেই কারণেই হয়তো তাঁর জীবনের বিশেষ মুহূর্তে তাঁদেরকে সামিল করেছেন।

তবে এই পুরো অনুষ্ঠানটাই হয়েছিল খুবই ঘরোয়াভাবেই। ভিকি-ক্যাটের বাগদান অনুষ্ঠানে উপস্থিত এক কাছের বন্ধু জানান, ভীষণ সুন্দর ভাবে সব কিছু সাজানো হয়েছিল। লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। সারা বাড়ি সাজানো হয়েছিল আলো দিয়ে।

ভিকি ও ক্যাটরিনার সেই কাছের বন্ধু আরও জানান, দীপাবলির সময়টা এমনিতেই বেশ শুভ। তাই এই সময়কেই বেছে নিয়েছেন ক্যাটরিনা-ভিকির পরিবার। গোটা অনুষ্ঠানটা দাঁড়িয়ে থেকে হোস্ট করছেন কবীর ও মিনি।

২০১৯ থেকেই প্রেম করছেন ক্যাটরিনা-ভিকি। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। বিয়ের ভেন্যু হিসেবে ক্যাটরিনার পছন্দ রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। রাজস্থানের বিখ্যাত রনথাম্ভোর জাতীয় উদ্যান থেকে এই দুর্গের দূরত্ব মাত্র তিরিশ মিনিটের। দুর্গ না বলে একে অভিজাত রিসর্ট বলাই ভালো। আসলে ক্যাটরিনার বরাবরই রানির মতো বিয়ে করতে চেয়েছিলেন সেই কারণেই রাজস্থানই ক্যাটের প্রথম পছন্দ।

Share.
Leave A Reply

Exit mobile version