কলকাতা ব্যুরো: উৎসবের আনন্দ আচমকাই বদলে গেল হিংসায় ৷ রবিবার বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার ফজিরবাজার এলাকা। অভিযোগ রামনবমীর মিছিল এদিন ফজিরবাজার এলাকায় ঢুকলে মিছিল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি৷ বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে আহত হন মিছিলে অংশগ্রহণকারী একাধিক সদস্য। যার মধ্যে রয়েছেন এক মহিলাও ৷
মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় ফজিরবাজার এলাকা ৷ পাল্টা ইটবৃষ্টি শুরু করে মিছিলে অংশগ্রহণকারী সদস্যরাও ৷ তবে মিছিলে কে বা কারা ইট ছোড়ে, বিষয়টি স্পষ্ট না-হলেও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। বিবাদমান দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা৷ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করে হাওড়া সিটি পুলিশ।
ঘটনাকে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, বাংলার মানুষ একুশে যাদের প্রত্যাখ্যান করেছে তাদের অযথা কেন শাসকদল কিছু করতে যাবে?
তবে শাসকদলের দাবিকে নস্যাৎ করে বিজেপি যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং দাবি করেন, তৃণমূলের উদ্দেশ্য হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানো। মিছিলের খবর পুলিশের কাছে ছিল। তবু কীভাবে বাড়ির ছাদ থেকে ইট ছোড়া হল? তাঁর আরও দাবি, বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা আক্রান্ত হয়েও সংযম দেখিয়েছে। নইলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতেই পারতো ৷