কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়। পাশাপাশি কিংবদন্তি শিল্পীর হৃদযন্ত্রের অবস্থাও বিশেষ ভাল নয়। এসএসকেএম থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে। বৃহস্পতিবার বিকেলে শিল্পীকে এসএসকেএমে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছে উডবার্ন ওয়ার্ডের সামনে গিয়ে শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। শিল্পীর মেয়ের সঙ্গেও কথা বলেন। পরে হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোভিড পজিটিভ সন্ধ্যা মুখোপাধ্যায়। বুকে আঘাত পেয়েছেন তিনি। শিল্পীর শারীরিক অবস্থা বিচার-বিবেচনা করেই তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে দাঁড়িয়ে বলেন, আপনারা জানেন সন্ধ্যাদি অসুস্থ। ওনার মেয়ে, জামাই সকলে সন্ধ্যাদিকে সকালেই এসএসকেএমে ভর্তি করেছেন। উডবার্নে একটা বিশেষজ্ঞ টিমও সঙ্গে সঙ্গে তৈরি করা হয়েছে। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কেও আনা হয়। সবার সঙ্গে কথা বলে চিকিৎসা এগোচ্ছিল। হার্টে একটা ধাক্কা খেয়েছে। হার্টের একটা সমস্যা হয়েছে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে উনি কোভিড পজিটিভ হয়েছেন। ওনাকে অ্যাপোলোতে স্থানান্তরিত করতে হচ্ছে। হার্টের ধাক্কার সঙ্গে কোভিড যেহেতু উডবার্নে তো কোভিডের চিকিৎসা হয় না। আমাদের শম্ভুনাথে হয়। ওনার বাড়ির লোকের সেখানে চিকিৎসায় কোনও আপত্তি ছিল না। আমাদের বেলেঘাটা আইডি আছে, মেডিকেল কলেজ আছে, বাঙুর আছে। সরকারি পরিষেবা খুব ভালো। আমাদের ডাক্তার, নার্সরা খুব ভাল কাজ করেন। কিন্তু সন্ধ্যাদির মতো মানুষের সবথেকে ভাল ট্রিটমেন্ট হোক আমরা চাই। কোভিডের ওখানে আলাদা ব্যবস্থা আছে।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি অ্যাপোলোকে বলেছি যত তাড়াতাড়ি হয় অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে নিয়ে গিয়ে ভর্তি করতে। হার্টের চিকিৎসা হবে। হার্টের সমস্যাটা একটু আছে। প্রার্থনা করি উনি আমাদের সকলের গর্ব, ভারতরত্ন, দেশের, জাতির গর্ব। বাংলার কথা তো বাদই দিলাম। সন্ধ্যাদির কথা মনে আসলেই কী মিষ্টি এ সকাল গানটা মনে পড়ে। উনি ভাল হয়ে উঠুন। আমরা অ্যাপোলোর সঙ্গে সমস্তরকম কথা বলেছি।
চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলেন, সন্ধ্যাদেবীর হার্টের সমস্যা। ফুসফুসে সংক্রমণ মূল সমস্যা নয়। হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হওয়ায় তাঁর চিকিৎসা প্রয়োজন। সে জন্য আইসিইউয়ে রেখে চিকিৎসা করা প্রয়োজন। রক্তাল্পতা রয়েছে, সেটিও উদ্বেগের।
শোনা গিয়েছে, বুধবার রাতে বাথরুমে পড়েও যান সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। গ্রিন করিডর করে শিল্পীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে ১০৩ নম্বর বেডে তাঁকে রাখা হয়। শিল্পীর চিকিৎসার জন্য ৭ সদস্যের বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়।
উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের আগেই পদ্মশ্রী প্রত্য়াখ্যান করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। যা নিয়ে নানা মহলেই শুরু হয় আলোচনা। এত বছর পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তে রীতমতো কটাক্ষের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, শিল্পী নিজেই জানিয়েছেন, খুবই অপমানজনকভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফোন করে তাঁকে পদ্মশ্রী দেওয়ার কথা জানানো হয়েছিল। অপমানিত হয়েই পদ্মশ্রী প্রত্য়াখ্যান করেন তিনি।