কলকাতা ব্যুরো: গত মাসে কিছুটা সুস্থতার লক্ষণ দেখা গেলেও ফের একবার শারীরিক পরিস্থিতির অবনতি হলো সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসক প্রতীত সামদানি। ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাতপাতালে ভর্তি হতে হয়েছিল বর্ষীয়ান এই গায়িকাকে। করোনার সঙ্গেই নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন লতা। যার জেরে নবতিপর গায়িকাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তারপর থেকে মাঝে মাঝে যেমন দেখা গিয়েছে উন্নতির লক্ষণ, তেমনি শারীরিক পরিস্থিতির অবনতিও ঘটেছে একাধিকবার। গত মাসের শেষের দিকেই জানা গিয়েছিল, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন গায়িকা। এমনকি ভেন্টিলেশন থেকেও মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। তবে ফের একবার আশঙ্কার খবর শোনালেন তাঁর চিকিৎসক প্রতীত সামদানি। তিনি জানান, ফের একবার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে গায়িকার। ফলত আবারও ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা সর্বদা নজর রাখছেন তাঁর স্বাস্থ্যের উপর।
সাত দশকের সঙ্গীত জীবনে তিরিশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই বর্ষীয়ান গায়িকা। তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে৷ হিন্দি, বাংলা তো বটেই ভারতের বিভিন্ন ভাষায় শ্রোতাদের মনে গেঁথে রয়েছে তাঁর গান৷